অ্যাকাউন্টের বিরুদ্ধে
১৩ ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে শাকিবের আইনি ব্যবস্থা
নানা মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, আগেই জানিয়েছিলেন চিত্রনায়ক শকিব খান। অবশেষে সেটিই করলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক।
এবার ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন শাকিব খানের এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফরমান আলি জানান, এই লিঙ্কগুলো সাইবারে পাঠিয়ে তদন্তে পাঠানোর পর অভিযোগের সত্যতা মিললে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?: শাকিব খান
শাকিব খান সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘এসব মিথ্যা নোংরামি যারা ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন। অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।
পূজা চেরির কথা উল্লেখ করে শাকিব খান আরও লেখেন, ‘পূজা চেরি প্রসঙ্গে ওই পোস্টে বলেন, পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ?’
কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে?’
আরও পড়ুন: আরিয়ানকে সিনেমার প্রস্তাব দেন শাকিব খান
অবশেষে শাকিব খানকে পেলেন নির্মাতা রায়হান রাফি
২ বছর আগে