আইনি ব্যবস্থা
নড়াইলে যারা বাড়ি পুড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নড়াইলে যারা তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
দেশব্যাপী ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যে মাশরাফি আওয়ামী লীগের অন্য নেতাদের মতো দেশ না ছেড়ে ঢাকায় থাকার সিদ্ধান্ত নেন।
ঘটনার ৯ দিন পর নীরবতা ভেঙে মাশরাফি প্রকাশ্যে ছাত্র আন্দোলনে সমর্থন না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান।
তিনি বলেন, ‘দলের বিরুদ্ধে কাজ করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো।’ মাশরাফি ব্যাখ্যা করে বলেন, ‘আমি যদি তা করতাম তবে সম্ভবত এখন আমার প্রশংসা করা হতো। কিন্তু সে সময় আমাকে ভেবে দেখতে হয়েছিল যে, আমার পদত্যাগের ফলে পরিস্থিতির অবনতি হতে পারে কি না।’
আরও পড়ুন: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম, হুইপ পদে মাশরাফি
নড়াইলে তার বাসভবনে আগুন শুধু বাড়িই ধ্বংস করেনি, তার ক্রিকেট নিয়ে তার স্মারকের প্রায় সবটুকুই পুড়ে গেছে। এরপরও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।
তিনি বলেন, ‘নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার চাইব না। হয়তো আমি ভুল করেছি এবং এখন তার পরিণতি ভোগ করছি। এটা বেদনাদায়ক, কিন্তু আমার কোনো রাগ বা বিরক্তি নেই।’
হামলার সময় বাসায় থাকা মাশরাফির বাবা-মা অক্ষত অবস্থায় পালিয়ে যেতে পেরেছিলেন।
ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'যা গেছে তা শেষ। অন্তত আমার বাবা-মা নিরাপদে আছেন।’
আরও পড়ুন: মাশরাফি ও জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে আগুন
৪ মাস আগে
১৩ ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের বিরুদ্ধে শাকিবের আইনি ব্যবস্থা
নানা মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, আগেই জানিয়েছিলেন চিত্রনায়ক শকিব খান। অবশেষে সেটিই করলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক।
এবার ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন শাকিব খানের এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফরমান আলি জানান, এই লিঙ্কগুলো সাইবারে পাঠিয়ে তদন্তে পাঠানোর পর অভিযোগের সত্যতা মিললে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?: শাকিব খান
শাকিব খান সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘এসব মিথ্যা নোংরামি যারা ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন। অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।
পূজা চেরির কথা উল্লেখ করে শাকিব খান আরও লেখেন, ‘পূজা চেরি প্রসঙ্গে ওই পোস্টে বলেন, পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ?’
কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে?’
আরও পড়ুন: আরিয়ানকে সিনেমার প্রস্তাব দেন শাকিব খান
অবশেষে শাকিব খানকে পেলেন নির্মাতা রায়হান রাফি
২ বছর আগে