চোরের
গ্রামবাসীর ধাওয়া খেয়ে চোরের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাসীর ধাওয়া খেয়ে এক দুর্ধর্ষ চোরের মৃত্যু হয়েছে। রবিবার উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ী গ্রামে ঘটনাটি ঘটেছে ।
চোর চাঁন মিয়া (৫৫) ওই গ্রামের মৃত ইব্রাহিম আলী ডাকাতের ছেলে।
এলাকাবাসী জানায়, একই গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র লাল মিয়ার (৩৮) বাড়িতে পেশাদার দুর্ধর্ষ চোর চাঁন মিয়া (৫৫) সহ আরও কয়েকজন গোয়াল ঘরে ঢুকে গরু বের করার সময় গৃহকর্তা টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী চোরকে ধাওয়া করে।
আরও পড়ুন: শিক্ষার্থীর মৃত্যু: পাল্টা অভিযোগ রাবি প্রশাসনের
ধাওয়া খেয়ে অন্য চোরেরা পালিয়ে গেলেও চাঁন মিয়া ধানখেতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী খোঁজাখুঁজির পর তাকে ধানখেত থেকে উদ্ধার করে গৃহকর্তার বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় রেখে ৯৯৯ এ ফোন করে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্ত্রী শাহেরা বেগম জানায়, তার স্বামী দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভূগছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁন মিয়া পেশাদার চোর ইতোপূর্বে তার নামে চুরির মামলা রয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৩৯
২ বছর আগে