সাগরিকা এক্সপ্রেস
ফেনীতে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত
ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্ন ঘটে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফেনী রেল স্টেশনের ৩ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। তবে, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১
রেলওয়ে পুলিশের ফেনী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানায়, ঢাকা চট্টগ্রাম রেল লাইনের চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি সাগরিকা এক্সপ্রেস এর একটি ‘গ’ বগি লাইনচ্যুত হয়েছে।
ফেনী স্টেশন মাস্টার মো. হারুন মজুমদার জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি সাগরিকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটলেও এখন স্বাভাবিক হয়েছে।
এছাড়া ওই রেলের ক্ষতিগ্রস্ত বগি রেখে বাকি সাতটি বগি নিয়ে চট্টগ্রাম রওনা হয়েছে, বাকি দুইটি বগি মেরামত হলে পাঠানো হবে বলেও জানান স্টেশন মাস্টার।
আরও পড়ুন: সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
১০ মাস আগে
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়ক শেষে সদরের ঘোড়ামারা গ্রামে হাজী বাড়ীর দক্ষিণে চাঁদপুর-লাকসাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আলীয়া বেগম (৪৮) নামে জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের দৈল বাড়ির হাবিবুল্লাহ প্রধানিয়ার স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই মহিলাটি রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিলো। দেখছিলো কখন ট্রেন আসবে। দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে চাঁদপুর কোর্ট স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ঝাঁপ দেয় আর ট্রেনের নীচে কাটা পড়ে ওই নারী। লোকজন তাকে ধরতে পারে নাই । এতে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়।
বলশীদ গ্রামের ইউপি সদস্য মো. আবুল হোসেন জানান, ওই নারীর গত কয়েক বছর মানসিকরোগী। তার স্বামী, দুই ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে। মৃত্যুর ঘটনা পরিবারের সদস্যদেরকে জানানো হয়েছে।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার জানান, সংবাদ পেয়ে উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর সঙ্গে থাকা ব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতে তার পরিচয় নিশ্চিত হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক কোন রোগ বা পারিবারিক কলহের কারণে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
ওসি আরও জানান, সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরকে জানানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়।
২ বছর আগে