ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্ন ঘটে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফেনী রেল স্টেশনের ৩ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। তবে, বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১
রেলওয়ে পুলিশের ফেনী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানায়, ঢাকা চট্টগ্রাম রেল লাইনের চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি সাগরিকা এক্সপ্রেস এর একটি ‘গ’ বগি লাইনচ্যুত হয়েছে।
ফেনী স্টেশন মাস্টার মো. হারুন মজুমদার জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি সাগরিকা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটলেও এখন স্বাভাবিক হয়েছে।
এছাড়া ওই রেলের ক্ষতিগ্রস্ত বগি রেখে বাকি সাতটি বগি নিয়ে চট্টগ্রাম রওনা হয়েছে, বাকি দুইটি বগি মেরামত হলে পাঠানো হবে বলেও জানান স্টেশন মাস্টার।
আরও পড়ুন: সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ