যাত্রীর মৃত্যু
গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজিতে ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার ঝিলবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
নিহত জুয়েল মিয়া (৩০) পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে জুয়েল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে নিহতের স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
৩ সপ্তাহ আগে
ভারতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২ যাত্রীর মৃত্যু, আহত ২০
ভারতের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার দেশটির ঝাড়খণ্ড প্রদেশের বরাবাম্বু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের মুখপাত্র ওম প্রকাশ চরণ জানান, লাইনচ্যুত বগি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মুম্বাই যাওয়ার পথে ঝাড়খণ্ডের বরাবাম্বু শহরের কাছে ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয় বলে জানান ওম প্রকাশ চরণ।
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুই যাত্রীর মৃত্যু হয়। এর আগে গত বছর ভারতের পূর্বাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
দেশটিতে প্রতিদিন ১২ মিলিয়নেরও বেশি মানুষ ১৪ হাজার ট্রেনে চড়ে ৬৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তার উন্নয়নে ভারত সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকলেও প্রতি বছর শত শত দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার বেশিরভাগই মানবসৃষ্ট বা পুরনো সিগন্যাল সিস্টেমের কারণে হয়ে থাকে।
৩ মাস আগে
সিরাজগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।
সোমবার (২২ এপ্রিল) সকাল দিকে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি নামক স্থানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
নিহত আল শামীম (২৪) পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চট্টগ্রামে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
৬ মাস আগে
হিলি চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসার সময় অসুস্থ হয়ে সোমবার বেলা ১১টার দিকে রয়েল হোসেন (৪২)নামে বাংলাদেশি এক পাসপোর্টধারীর মৃত্যু হয়েছে।
মৃত রয়েল হোসেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার তাছির উদ্দিনের ছেলে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, রয়েল গত ২৮ অক্টোবর ভ্রমণের উদ্দেশ্যে হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যান। আজ সোমবার বেলা ১১টার দিকে তিনি ভারতের হিলি ইমিগ্রেশনের কার্যক্রম শেষে পুনরায় হিলি চেকপোস্ট দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় তিনি চেকপোস্টের জিরো পয়ন্টে অসুস্থ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজনেরা তাকে দ্রুত উদ্ধার করে হিলি ইমিগ্রেশনে আনেন। আমরা দ্রুত ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হুমায়ন কবির বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি স্ট্রোক করে মারা গেছেন। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: অবশেষে ২ বছর পর হিলি দিয়ে ট্যুরিস্ট যাতায়াত শুরু
টানা ৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু
দুর্গাপূজা: হিলি স্থলবন্দরে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ
২ বছর আগে