ভারতের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার দেশটির ঝাড়খণ্ড প্রদেশের বরাবাম্বু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের মুখপাত্র ওম প্রকাশ চরণ জানান, লাইনচ্যুত বগি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মুম্বাই যাওয়ার পথে ঝাড়খণ্ডের বরাবাম্বু শহরের কাছে ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয় বলে জানান ওম প্রকাশ চরণ।
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুই যাত্রীর মৃত্যু হয়। এর আগে গত বছর ভারতের পূর্বাঞ্চলে এক ট্রেন দুর্ঘটনায় ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
দেশটিতে প্রতিদিন ১২ মিলিয়নেরও বেশি মানুষ ১৪ হাজার ট্রেনে চড়ে ৬৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তার উন্নয়নে ভারত সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকলেও প্রতি বছর শত শত দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার বেশিরভাগই মানবসৃষ্ট বা পুরনো সিগন্যাল সিস্টেমের কারণে হয়ে থাকে।