অতিরিক্ত উপ-মহাপরিদর্শক
আরও ২ ডিআইজি বাধ্যতামূলক অবসরে
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান সাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে,পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ তদন্ত বিভাগ) মো. আলমগীর আলম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিমকে পাবলিক সার্ভিস অ্যাক্ট-২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত ডিআইজি হলেন ৪৩ কর্মকর্তা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘জনস্বার্থে’ অবিলম্বে আদেশটি কার্যকর হবে।
এর আগে গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
তারা হলেন- পুলিশ সদর দপ্তরের এসপি(টিআর) মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, অপরাধ তদন্ত বিভাগের(সিআইডি) বিশেষ সুপার (এসএস) মো. দেলোয়ার হোসেন মিয়া ও মির্জা আবদুল্লাহেল বাকী।
আরও পড়ুন: দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড
সাবেক ডিআইজি মিজানের বিরুদ্ধে দুর্নীতির মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
২ বছর আগে