সন্ধ্যা
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
২৫৪ দিন আগে
সন্ধ্যায় ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
প্রথম অফিসিয়াল সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আনা বিজার্ড।
একদিনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজার্ড।
আরও পড়ুন: সালমান এফ রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের সৌজন্য সাক্ষাৎ
তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম।
তখন থেকে বাংলাদেশকে ৪১ বিলিয়ন ডলারের বেশি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক, যার বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণে।
বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) সহায়তায় বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় কর্মসূচি চলছে।
আরও পড়ুন: শিশুদের উন্নয়নে বিশ্বব্যাংকের ২১০ মিলিয়ন ডলার অনুমোদন
২০২৪ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ১.৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের
৬৪৯ দিন আগে
রবিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগরবাসীকে আহ্বান জানিয়ে সংগঠনগুলোর নেতারা।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: রংপুরে পরিচ্ছন্নতাকর্মীর সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব আইনজীবী মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই হরতাল ডেকেছে।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল কর্মসূচি সফল করার জন্য রংপুর মহানগরবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীকে অনুরোধ জানিয়েছে যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব নুর হাসান সুমন এবং ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন ও সদস্যসচিব রবিউল ইসলাম।
এর আগে গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্যসচিব আইনজীবী মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।
এর আগে ২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনও সদস্যসচিবসহ তিনজনকে আটক করা হয়। ওই দিন আরও ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
রংপুরে ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
৭১২ দিন আগে
বুধবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় হরতালের ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
আরও পড়ুন: রংপুরে বিএনপি কার্যালয়ের পেছন থেকে পেট্রোলবোমা উদ্ধার
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ রংপুরের ৫ নেতার সাজার প্রতিবাদে বুধবার (২২ নভেম্বর) রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সংগঠনটি।
ভিডিও বার্তায় রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় দিয়েছেন আদালত।
সেই রায়ে- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব আইনজীবী মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা দেওয়া হয়েছে।
সেই সঙ্গে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও বাসায় বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে।
এরই প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এসময় তিনি মহানগরবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: রংপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ
৭৪৪ দিন আগে
বেনাপোলে এবার ২৫ হাতবোমা উদ্ধার
বেনাপোল স্থলবন্দর এলাকায় ২৫টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দরের পাশ থেকেই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
এ নিয়ে গত তিন দিনে বন্দর এলাকা থেকে ৬৬টি হাতবোমা উদ্ধার করা হলো।
আরও পড়ুন: চট্টগ্রামে শিবিরের কার্যালয় থেকে ৬টি হাতবোমা উদ্ধার
এর আগে গত ২ সেপ্টেম্বর যশোর র্যাব-৬ সদস্যরা বন্দর এলাকার বাদল হোসেনের পরিত্যক্ত বাড়ি থেকে ১৮টি ককটেল বোমা উদ্ধার করে।
পরেরদিনই, অর্থাৎ ৩ সেপ্টেম্বর বন্দর এলাকার কেমিক্যাল শেডের পশ্চিম পাশে ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত আরও ২৩টি ককটেল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র্যাব-৬ সদস্যরা বন্দর এলাকার কেমিকেল শেডের পেছনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২৫টি হাতবোমা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ককটেলগুলো থানায় জমা দেওয়া হয়েছে। বোমাগুলো কারা কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা তদন্ত করা হচ্ছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য ভিজিয়ে রাখা হয়েছে।
তিনি বলেন, বন্দরকে অশান্ত করতে একটি গ্রুপ বোমাগুলো বন্দর এলাকায় রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
নাটোরে ৪টি হাতবোমা নিষ্ক্রিয়
৮১৭ দিন আগে
ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ
বিএনপির বিভাগীয় সমাবেশের পূর্বে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে স্পিডবোট মালিক সমিতি। বুধবার সন্ধ্যায় স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
ভোলা জেলার এক স্পিডবোট মালিক মঞ্জুরুল আলম জানান, তারা তিনদিনের ধর্মঘট পালন করেছেন তবে ধর্মঘটের কারণ বলেননি।
ইউএনবি প্রতিনিধি ভোলার ভেদুরিয়া ঘাটে স্পিডবোটের জন্য অপেক্ষারত অনেক যাত্রীকে দেখতে পান।বরিশাল স্পিডবোট ঘাটের ইনচার্জ তারেক শাহ জানান, বরিশাল থেকে নয়, ভোলা থেকে স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে।
এর আগে মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবিতে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘট ডেকেছেন বরিশালে তিন চাকার গাড়ি চালকরা।
ধর্মঘটটি বিএনপির আসন্ন সমাবেশের তারিখের সঙ্গে মিলে গেছে এবং একই তারিখে জেলার বাস মালিকরা একইভাবে ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের পর বিভাগীয় পর্যায়ে বরিশালে হচ্ছে বিএনপির পঞ্চম সমাবেশ।
আরও পড়ুন: আকস্মিক বাস ধর্মঘটে কুষ্টিয়া-মেহেরপুর রুটের যাত্রীদের দুর্ভোগ
রাজধানীর উত্তরা থেকে মহাখালী পর্যন্ত যানজট, যাত্রী দুর্ভোগ চরমে
চাঁপাইনবাবগঞ্জে করোনায় বন্ধ হওয়া ৬ ট্রেন চালু হয়নি, দুর্ভোগে যাত্রীরা
১১২৮ দিন আগে