ডাক ও টেলিযোগযোগ বিভাগের মন্ত্রী
নগদ-এর অর্জন মানে ডাক বিভাগের অর্জন: মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘একটি প্রতিষ্ঠানের অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই। নগদ ডাক বিভাগের একটি সেবা।’
তিনি বলেন, ‘নগদ-এর যখন অর্জন হয়, তখন সেটি ডাক বিভাগেরও অর্জন। যখন নগদ-এর প্রবৃদ্ধি হয়, আমাদের প্রবৃদ্ধি হয়।এটি তো আমাদের জন্য একটি বোনাস। নগদ ডাক বিভাগের সন্তানের মতো।’
বুধবার আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ‘নগদ’ কর্তৃপক্ষ ডাক বিভাগের প্রাপ্য অংশের চার কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকার চেক হস্তান্তর করে।
এসময় মোস্তাফা জব্বার বলেন, নগদ সম্পর্কে অনেক বিভ্রান্তি ও ভুল তথ্য আছে। সেসব সম্পর্কে সচেতন হতে হবে। শুধুমাত্র নগদ ও বিকাশের মধ্যে যে পরিমাণ ক্যাশ আউট চার্জের পার্থক্য আছে, তাতে কয়েক হাজার কোটি টাকা জনগণের সাশ্রয় হয়েছে। এই যে জনগণের কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে, এই কৃতিত্ব তো নগদ-কে দিতে হবে। দেশ ও জাতির জন্য নগদ-কে প্রয়োজন।
আরও পড়ুন: 'নগদ' এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ: টেলিযোগাযোগ মন্ত্রী
নগদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, নগদ-এর অস্তিত্বই দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচিয়েছে। দেশে ভালো কাজ করলে পা ধরে নামানোর চেষ্টা করা হয়। নগদ কেবল দেশের কাজ করেনি, অনেকের স্বার্থেও আঘাত করেছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেকে ঘায়েল করার চেষ্টা করবে। আমরা শুরু থেকে নগদ-এর সাথে ইতিবাচক ছিলাম, আছি, থাকব।’
মন্ত্রী আরও বলেন, ‘মানুষের ধাক্কার জন্য নগদ পড়ে যাবে, এটা বিশ্বাস করার সুযোগ নাই। মানুষ চেষ্টা করবে, কিন্তু আমাদের পরাজিত করতে পারবে না। আমাদের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করা হয়েছে। কিন্তু আমরা মনে করি এসব অপপ্রচার আমাদের কাছে কোনো বিষয় না।’
তিনি বলেন, নগদ এই সময়ে যে পরিমাণ গ্রাহক তৈরি করেছে এবং যে পরিমাণ টাকা লেনদেন করে; তা অন্য কারো পক্ষে করা সম্ভব না। ১৭টি এমএফএস-এর পক্ষে এটি সম্ভব হয়নি। নগদ ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নয়, দেশ ও জাতির জন্য তাদের টিকে থাকা জরুরি। নগদ যদি না থাকতো ২০১৯ সাল থেকে এই পর্যন্ত যে পরিমাণ জাতীয় অর্থের সাশ্রয় হয়েছে, এটা হতো না।
নগদ প্রসঙ্গে মোস্তাফা জব্বার তার আশার কথা জানিয়ে বলেন,‘ নগদ-এর এমডি বা কর্মীদের নিয়ে আমার বিশ্বাস আছে। অনেকে অনেক চেষ্টা করবে, কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হবে না নগদ। এরমধ্যে আমাকে নিয়ে, ডাক বিভাগ নিয়ে, নগদ নিয়ে অনেক অপপ্রচার করা হয়েছে। তাতে নগদ থেমে থাকেনি।’
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, ‘আমাদের পেছনে শত্রু আগে ছিল, এখনো আছে। আমি মনে করি যে, শত্রু শেষ হয়ে যাবে না, এটা চলতে থাকবে। এরমধ্য দিয়ে কাজ করে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমি এখানে (নগদ-এর সাথে ডাক অধিদপ্তরের) কোনো ঝামেলা দেখছি না, সবই স্পষ্ট আছে। আজকের মেসেজটা যখন নিউজ আকারে যাবে, তখন একটি স্পষ্ট জবাব দেয়া সম্ভব হবে।’
অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ,‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমসহ ‘নগদ’ ও ডাক অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০℅ নগদ লভ্যাংশ ঘোষণা
আন্তর্জাতিক লিডারশিপ পুরস্কার পেলেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক সাফায়েত
২ বছর আগে