পণ্য বৈচিত্র্যে
এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ: পণ্য বৈচিত্র্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে জোর বাণিজ্য মন্ত্রণালয়ের
বাণিজ্য মন্ত্রণালয় পণ্য বৈচিত্র্যের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর দিয়েছে। একইসঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ কর্মী প্রয়োজন বলে জানিয়েছে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ দক্ষ কর্মীদের জন্য মানসম্পন্ন শিক্ষা, প্রশিক্ষণ, সুস্বাস্থ্য ও টেকসই কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন, যা এই চ্যালেঞ্জ মোকাবিলার যুগে প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজন।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএফটিআই এলডিসি উত্তরণ পরবর্তী বাণিজ্য সম্পর্কিত চ্যালেঞ্জগুলো শনাক্তকরণ ও মোকাবিলায় চারটি খাত নিয়ে গবেষণা করছে।
খাতগুলো হচ্ছে- তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ। পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য রোডম্যাপে মৎস্য ও পশুসম্পদকেও উল্লেখ করা হয়েছে।
সভায় আরও যারা উপস্থিত ছিলেন- রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান এএইচএম আহসান, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বিভাগের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম চৌধুরী, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সাইফুল ইসলাম ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক আসিফ আশরাফ।
আরও পড়ুন: আইএমএফের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা সন্তোষজনক: কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র
ব্যাংকগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে এসিইউ লেনদেন বন্ধের নির্দেশ বিবি’র
ইভ্যালি‘র বাণিজ্যিক কার্যক্রম শুরু: ২৮ অক্টোবর ‘ধন্যবাদ উৎসব’
২ বছর আগে