জাতীয় সংবিধান দিবস
সিউলে ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপিত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপিত হয়েছে। সিউলের স্থানীয় সময় শুক্রবার সিউলের বাংলাদেশ দূতাবাস দিবসটি উদযাপন করে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কোরিয়া প্রজাতন্ত্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।
আরও পড়ুন: বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ঢাকা-সিউলের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির সুযোগ বাড়িয়েছে: রাষ্ট্রদূত
এরপর ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন ও দূতাবাসের কর্মকর্তারা।
বক্তারা ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্য তুলে ধরেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন: সিউলে হ্যালোইন উৎসবে প্রাণহানিতে বিশ্ব নেতাদের শোক
সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত অন্তত ১৫১
২ বছর আগে