দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ উদযাপিত হয়েছে। সিউলের স্থানীয় সময় শুক্রবার সিউলের বাংলাদেশ দূতাবাস দিবসটি উদযাপন করে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কোরিয়া প্রজাতন্ত্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।
আরও পড়ুন: বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ঢাকা-সিউলের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির সুযোগ বাড়িয়েছে: রাষ্ট্রদূত
এরপর ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন ও দূতাবাসের কর্মকর্তারা।
বক্তারা ‘জাতীয় সংবিধান দিবস’-এর তাৎপর্য তুলে ধরেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন: সিউলে হ্যালোইন উৎসবে প্রাণহানিতে বিশ্ব নেতাদের শোক