শুভ
ওয়েব সিরিজে জুটি বাঁধলেন শুভ ও সোহিনী
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর যেন বাতাসে ভাসছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভ। গেল শুক্রবার ঘোষণা দিয়েছেন ‘নীলচক্র’ শিরোনামে নতুন সিনেমার।
তিন দিন না যেতেই জানা গেল নতুন খবর, এবার ঢাকা নয় কলকাতায় উড়াল দিচ্ছেন ঢালিউড পারফেকশনিস্ট।
কলকাতায় ‘লহু’ শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকারকে।
আরও পড়ুন: কারার ঐ লৌহকপাট বিতর্ক: কাজী নজরুল ইসলামের নাতনির প্রতিবাদ
আর সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জি। যিনি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুইটি সিনেমা পরিচালনা করেছেন।
জানা গেছে, এই ‘লহু’ সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি। চলতি মাসে সিরিজটি শুট শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
চলতি বছরটা আরিফিন শুভর জন্য অন্যরকম আশীর্বাদের। সিনেমা হল ও ওটিটিতে সমানভাবে দাপিয়েছেন তিনি।
ভারতে চরকির কনটেন্টে কাজ করা নিয়ে আরিফিন শুভ গণমাধ্যমে বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। সেটা শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন তাদের জন্যেও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এত কিছু; তাদের প্রতি কৃতজ্ঞতা।’
‘লহু’ সিরিজের জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শুটিং শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।’
আরিফিন শুভ আর সোহিনীর সঙ্গে ওয়েব সিরিজে থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী আর অনুজয় চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: সালমান-ক্যাটরিনার 'টাইগার থ্রি' নিয়ে কেন এত বিতর্ক
আগামী বছর আসবে ‘কিল হিম ২’
১১ মাস আগে
অনম বিশ্বাসের সিনেমায় শুভর বিপরীতে ফারিয়া
‘দেবী’ সিনেমা পরিচালনা করে বেশ নাম কুড়িয়েছেন পরিচালক অনম বিশ্বাস। ১৯৭১ সালের প্রেক্ষাপটে তার সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। নায়ক হিসেবে যে থাকছেন আরিফিন শুভ না পূর্বেই জানা গেছে।
‘ফুটবল ৭১’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ছবি ফারিয়া নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট। অনম বিশ্বাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার তারিখও জানিয়েছেন পোস্টটিতে, ২০২২ সালের ১৫ নভেম্বর।
আরও পড়ুন: ২০২২ সালে ১০০ কোটির ক্লাবের ভারতীয় সিনেমা কোনগুলো
বলিউডে আত্মপ্রকাশের অপেক্ষায় যেসব ‘স্টার কিডস’
১ বছর আগে
জীবনের কথায় শুভ ও মিথিলার ‘ভালোবাসো যদি’
দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন সঙ্গীতশিল্পী কাজী শুভ। নতুন গান তৈরি ও স্টেজ শো নিয়েই চলছে তার নিয়মিত ব্যস্ততা। সম্প্রতি মুক্তি পেল নতুন আরও একটি গান।
‘ভালোবাসো যদি’ শিরোনামে গানটিতে কাজী শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী মিথিলা মিলন। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন কাজী শুভ। সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
শনিবার (৫ নভেম্বর) ম্যাক্সব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। এর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে অভিনয় করেছেন তন্ময় ও চিত্রালী।
আরও পড়ুন: জলবায়ু কেন্দ্রিক আন্তর্জাতিক সম্মেলনে প্রশংসিত ‘নদীরক্স’
গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী কাজী শুভ বলেন, ‘প্রতিটি গান আসলে ভালোলাগা থেকেই করা। জীবন ভাইয়ের কথা বরাবরই দারুণ লাগে। আমার সুর ও রাফি মোহাম্মদের সঙ্গীতায়োজনে চেষ্টা করেছি আলাদা কিছু একটা করতে। বাকিটা শ্রোতারা ভালো বলতে পারবেন। আর আমার সঙ্গে দ্বৈত কণ্ঠে মিথিলাও বেশ ভালো গেয়েছেন।’
কাজী শুভ তার অন্যান্য কাজের পাশাপাশি গান প্রকাশ করছেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। সম্প্রতি সেখানেও নতুন একটি গান প্রকাশ হয়েছে। ‘ভাইঙ্গা দিলা বিশ্বাসের ঘর’ শিরোনামে গানটি লিখেছেন আর এক আশরাফুল, সুর ও সঙ্গীতায়োজনে রয়েছেন আহমেদ সজীব।
আরও পড়ুন: প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম নিয়ে এলো ‘ব্যান্ড স্টোন’
কবীর সুমনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন আসিফ
১ বছর আগে