দুটি মামলা
দুটি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়াল হাইকোর্ট
মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা দু’টি মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। মামলা দু’টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে।
সোমবার খালেদা র্জিয়ার পক্ষে করা আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম এই আদেশ দেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
আরও পড়ুন: নির্বাচনের আগে খালেদা জিয়াকে আর কারাগারে পাঠাবে না সরকার: আইনমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্যের অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন।
এদিকে,২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীও একই অভিযোগে মামলা করেন।
নড়াইলের মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় একই বছরের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।
পরে এ দুই মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগও এই জামিন বহাল রাখেন।
এরপর দফায় দফায় এ দুই মামলায় জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার মামলা দু’টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে।
আরও পড়ুন: আবেদন করলেই শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে: আইনমন্ত্রী
আ.লীগ জনগণের দল, আমাদের শক্তি জনগণের শক্তি: আইনমন্ত্রী
২ বছর আগে