বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড
ঘোড়াঘাট ইউএনও হত্যাচেষ্টা মামলায় বাগান মালির ১৩ বছরের কারাদণ্ড
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হত্যাচেষ্টার মামলায় একজনকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক সাদিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।
একইসঙ্গে ইউএনওর সাবেক বাগান মালি রবিউল ইসলাম রবিকে ১৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও নয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী ২০১৯ সালের ২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে তার বাড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।
আরও পড়ুন: ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলার ঘটনায় আটক আরও ২
তাদের প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ইউএনওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মামলার প্রধান আসামি রবিউলসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ইমাম জাফর ২০১৯ সালের ২১ অক্টোবর রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা
কুষ্টিয়ায় ইউএনও’র গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা
২ বছর আগে