দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হত্যাচেষ্টার মামলায় একজনকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক সাদিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।
একইসঙ্গে ইউএনওর সাবেক বাগান মালি রবিউল ইসলাম রবিকে ১৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও নয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী ২০১৯ সালের ২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে তার বাড়িতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।
আরও পড়ুন: ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলার ঘটনায় আটক আরও ২
তাদের প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ইউএনওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মামলার প্রধান আসামি রবিউলসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ইমাম জাফর ২০১৯ সালের ২১ অক্টোবর রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: হাসপাতাল ছাড়লেন ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা
কুষ্টিয়ায় ইউএনও’র গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা