ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড
বান্নাহর নতুন ধারাবাহিক ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড’
চলতি মাসে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রতিবারই এই সময়কে কেন্দ্র করে নির্মিত হয় অনেক নাটক। এবারও সেই ধারাবাহিকতা থাকছে। এরইমধ্যে মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ ১০ পর্বে ধারাবাহিক নাটক ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড’।
এর গল্প লিখিছেন মোসাব্বের হোসেন মুয়িদ।
বিশ্বকাপ ফুটবল শুরুর দিকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা রিলোডেড’। এছাড়াও ইউটিউব চ্যানেল ‘গোল্লাছুট’-এ দেখা যাবে ধারাবাহিকটি।
আরও পড়ুন: ১৫ ডিসেম্বর আসছে ‘কারাগার ২’
নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে ইউএনবিকে বান্নাহ বলেন, ‘২০১৮ সালে ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা’ শিরোনামে একটি একক নাটক নির্মাণ করি। দর্শকদের বেশ সাড়া পাই নাটকটি নিয়ে। প্রযোজক এবারও একটি নাটকে প্রস্তাব দেন তবে এবার একক না করে ধারাবাহিক করতে চেয়েছি। এমনকি শুটিং এরইমধ্যে শেষ।’
ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে বান্নাহ আরও বলেন, ‘বিশ্বকাপ ফুটবল এলে সাধারণত আর্জেন্টিনা ও ব্রাজিল দলে আমরা ভাগ হয়ে যাই। এ নিয়ে পুরোটা সময় বেশ উন্মাদনায় কাটে। সেই গল্পই পর্দায় তুলে আনা হয়েছে।’
অন্যদিকে মাবরুর রশীদ বান্নাহ’র নির্মাণে জনপ্রিয় ধারাবাহিক ‘বদমাইশ পোলাপাইন’-এর চতুর্থ সিজন প্রকাশের অপেক্ষায় আছে।
আরও পড়ুন: ঈদ উপলক্ষে মোশাররফ করিমের ‘অমানুষ’
তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
২ বছর আগে