পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ
টি-২০ বিশ্বকাপ ২০২২: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের লাইভ
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) আর মাত্র তিনটি ম্যাচ বাকি। গ্রুপ পর্ব, সুপার-১২ পর্বের শেষে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান।
এ বারের বিশ্বকাপে আজ (বুধবার) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান।
হেড টু হেড পাকিস্তান ও নিউজিল্যান্ড এই দুই দল বিশ্বকাপে (ওয়ান ডে ও টি-টোয়েন্টি) মোট তিন বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে তিনটি ম্যাচেই জয়লাভ করে পাকিস্তান।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং?
বাংলাদেশে, গাজী টিভি, টি স্পোর্টস এবং বিটিভি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি সম্প্রচার করবে।
এছাড়াও বিভিন্ন ফেইচবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ সরাসরি দেখা যাবে।
তাছাড়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি ভারত বনাম বাংলাদেশ ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম ভারত লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
পাকিস্তান ও নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও লুকি ফার্গুসন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড অতীতে ২৮ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ১৭টিতে জয় পায় পাকিস্তান। ১১টিতে জয় পায় নিউজিল্যান্ড।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
১ বছর আগে