সমাবেশ বানচাল
ফরিদপুরে সরকারবিরোধী সমাবেশ বানচাল করতে গ্রেপ্তার, হয়রানি অব্যাহত: বিএনপি
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ফরিদপুরে আগামী শনিবার সরকার বিরোধী বিক্ষোভের আগে দলীয় সদস্য ও তাদের পরিবারকে হয়রানির অভিযোগ করেছেন।
বুধবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহিদ এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার পুলিশ নগরকান্দা উপজেলা থেকে আমাদের আট নেতাকর্মীকে এবং ফরিদপুর সদর উপজেলা থেকে একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশ আমাদের দলের পাঁচ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে তাদের পরিবারের সদস্যদের হয়রানি করেছে।’
আরও পড়ুন: সিলেটে কামাল হত্যার প্রতিবাদ জানিয়ে ফখরুলের বিবৃতি
জাহিদ বলেন, বিএনপি নেতাকর্মীরা সরকার কর্তৃক প্রভাবিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পরিবহন ধর্মঘটসহ সব বাধা উপেক্ষা করবে।
তিনি বলেন, ‘সরকারের বাধার কারণে ১০ নভেম্বর থেকেই নেতাকর্মীরা গণসমাবেশে পৌঁছাতে শুরু করবেন। সমাবেশের মাঠ থেকে ফরিদপুর মহানগরী পর্যন্ত পৌঁছে যাবে এই জনসমুদ্র। কোন বাধাবিঘ্ন প্রতিবন্ধকতা দিয়ে গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আগামী শুক্রবার তাদের সমাবেশ বানচাল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ (আ.লীগ) শুক্রবারই কর্মসূচি ঘোষণা করেছে।
‘শুক্র ও শনিবার পরিবহন ধর্মঘট আমাদের দলের সদস্যদের সমাবেশে যোগদানে বাধা দিতে সরকারের আরেকটি কৌশল। এই ধরনের পরিকল্পনা এবং কৌশল কাজ করবে না। কারণ আমাদের দলের নেতাকর্মীরা সব প্রতিকূলতার বিরুদ্ধে আমাদের সমাবেশকে সফল করবে,’ শামা বলেন।
প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জনগণ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল
সিলেটে বিএনপির গণসমাবেশ একদিন এগিয়ে ১৯ নভেম্বর
২ বছর আগে