২ সিনেমা
শুক্রবার ২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেশান্তর’
সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’ মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর। নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক, অভিনেতা আহমেদ রুবেল, ইয়াশ রোহানসহ অনেকে।
পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘অনেক চ্যালেঞ্জ নিয়ে প্রথম সিনেমাটি নির্মাণ করেছি। দর্শককে দেখার আহ্বান জানাব। আর আমার সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিতে চাই না। প্রথমে সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাবে। পরবর্তীতে বিভাগীয় শহরগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও জানান, এখন পর্যন্ত দুটি হল চূড়ান্ত হয়েছে- যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস। আগামী সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে পারে।১৯৪৭ সালের দেশ ভাগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘দেশান্তর’। এতে অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তার বিপরীতে রয়েছেন অভিনেতা আহমেদ রুবেল।
এছাড়াও, অন্যান্য চরিত্রে রয়েছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক, ইয়াশ রোহান, রোদেলা প্রমুখ।
আরও পড়ুন: চরাঞ্চলের মানুষের গল্প নিয়ে সোহেলের ‘নয়া মানুষ’
প্রথমবার বাবার পরিচালনায় ভাবনা
যৌথ প্রযোজনার সিনেমায় প্রথমবার নিরব
২ বছর আগে