নীল নদ
মিশরে নীল নদে ফেরি থেকে গাড়ি পড়ে ৬ নারীর মৃত্যু
মিশরে ২৪ জন যাত্রী নিয়ে ফেরিতে থাকা একটি গাড়ি নীল নদে পড়ে অন্তত ছয় নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন যাত্রী।
মঙ্গলবার (২১ মে) কায়রোর অদূরে গিজা প্রদেশের মনশাত এল-কানাতার শহরে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং তিনজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নীল নদ থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গিজা প্রদেশের গভর্নর আহমেদ রাশেদ।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক আখবার জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে প্রায় দুই ডজন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই নারী।
উল্লেখ্য, দুর্বল ব্যবস্থাপনা এবং যথাযথ নিয়মনীতির অভাবে মিশরে প্রায়ই ফেরি, রেলওয়ে এবং সড়ক দুর্ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতে গিজার নীল নদে দিনমজুরদের বহনকারী একটি ফেরিডুবিতে ১৫ আরোহীর মধ্যে অন্তত ১০ জনের মৃত্যু হয়।
৬ মাস আগে
মিশরের নীল ডেল্টায় খালে বাস পড়ে ২১ জনের মৃত্যু
মিশরের নীল নদের ডেল্টা অঞ্চলে খালে বাস পড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ড. শেরিফ মাকেন বলেছেন, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কায়রো থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে দাকাহলিয়া প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। অন্যান্য আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
প্রদেশটির পুলিশের তদন্ত বিভাগের প্রধান ব্রিগেডিয়ার মো. মোহাম্মদ আবদেল হাদি বলেন, চালক হয়তো গাড়ির স্টিয়ারিং-এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।
দেশটির পরিবহন নিরাপত্তার রেকর্ড খারাপ হওয়ায় মারাত্মক ট্রাফিক দুর্ঘটনায় প্রতি বছর মিশরে হাজার হাজার প্রাণ ঝরে যায়। বেশিরভাগ সংঘর্ষ এবং দুর্ঘটনা ঘটে খারাপ রাস্তা বা ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ এবং দ্রুতগতির কারণে।
জুলাই মাসে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনিয়ায় একটি হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস একটি পার্ক করা ট্রেলার ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ২৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়।
কর্তৃপক্ষ জানায়, অক্টোবরে ডাকাহলিয়ায় একটি ট্রাক একটি মিনিবাসকে ধাক্কা দেয়। এতে অন্তত ১০ জন নিহত হয়।
আরও পড়ুন: মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭
রোহিঙ্গা নির্যাতন: আন্তর্জাতিক আদালতে মিশরের সহযোগিতা চায় বাংলাদেশ
২ বছর আগে