দিনব্যাপী
বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল পালন করবে বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার(৩০ নভেম্বর) দিনব্যাপী হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলোর এই হরতাল।
আরও পড়ুন: ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে বহিষ্কার অব্যাহত
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।
এর আগে বুধবার সকালে বিরোধী দলগুলোর ২৪ ঘণ্টার অবরোধ চলাকালে কিছু যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ৬টায় শেষ হওয়া এই কর্মসূচির সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক মিছিল বের করেন বিরোধী দলীয় নেতাকর্মীরা।
এদিকে রিজভী সাহসের সঙ্গে রাজপথে নেমে বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি সফল করার জন্য বিরোধী দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বুধবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'বিরোধী দলীয় নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি আন্তরিকভাবে পালন করবেন।’
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে হরতালের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানাতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।
তিনি অভিযোগ করেন, সরকারের দমনমূলক নীতির অংশ হিসেবে সরকার সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে গ্রেপ্তার ও অভিযান অব্যাহত রেখেছে।
রিজভী বলেন, 'বিএনপির নেতা-কর্মীরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তারা শরণার্থী ও নিঃস্ব হওয়ার মতো জীবন যাপন করছে। সংবিধানে বর্ণিত মানবাধিকার ভোগ করার কোনো সুযোগ তাদের নেই। মনে হচ্ছে হত্যা ও কারাবন্দী হওয়া তাদের ভাগ্যে লেখা আছে।’
তিনি বলেন, দেশ এখন শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের। ‘শেখ হাসিনার নীতি হয় আমাকে সমর্থন কর অথবা চুপ করে থাকো।’
বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমিয়ে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার পেশীশক্তি ব্যবহারকারী কর্মীদের ছেড়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব।
তিনি দাবি করেন, বুধবার বিকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির অন্তত ৩৬৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবারের অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশের জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান রিজভী।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে বিরোধী দলগুলো এ পর্যন্ত আট দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে।
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করেন তারা। এসময় বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা সহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে: সালমান এফ রহমান
বিএনপি ভোটে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার: ইসি আনিছুর
১১ মাস আগে
শাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।
বুধবার (১লা মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এই চাকরি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যিলয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
'সাস্ট ক্যারিয়ার ক্লাব’ চতুর্থ বারের মতো সাস্টসিসি জব ফেস্ট-২৩ এর আয়োজন করেছে।
এ চাকরি মেলায় দেশের স্বনামধন্য ২৮টি প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে প্রায় তিনশ’ পদে জনবল নিয়োগ দিবে।
আরও পড়ুন: শাবিপ্রবির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী চাকরি প্রত্যাশীদের বায়োডাটা সংগ্রহ করবে। আজ ও আগামীকাল (২ মার্চ) দুই দিনব্যাপী এ চাকুরী মেলা অনুষ্ঠিত হবে।
মেলার প্রথমদিন চাকরি প্রত্যাশীদের বায়োডাটা সংগ্রহ এবং দ্বিতীয়দিন বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এতে শাবিপ্রবির গ্রাজুয়েটদের পাশাপাশি সিলেটের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশগ্রহণ নিতে পারবেন। এবাবের চাকরি মেলায় বেশ কয়েকটি কনসাল্টেন্সি ফার্মও অংশ নিচ্ছে। যেখানে স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা ঘরে বসে চাকরির সুযোগ পাচ্ছেন।
এবারের চাকরি মেলায় পাঠাও,আইপিডিসি ফাইন্যান্স, অর্থল্যাব, প্রাণ, আরএফএল গ্রুপ, ডরিক, লিঙ্ক-৩, আরলা ফুড, এপেক্স, এডিসন রিয়েল এস্টেট, ক্রাউন সিমেন্ট, ইয়ো টেক, নাভানা গ্রম্নপ, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, সিলেট ইম্পিরাল হাসপাতালসহ বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি অংশ নিচ্ছে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে গবেষণাবিষয়ক ১০ম বার্ষিক সম্মেলন শুরু
১ বছর আগে
জাবিতে দিনব্যাপী পাখি মেলা শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী পাখি মেলা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, অরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ জুলজিক্যাল সোসাইটি ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ মেলার আয়োজন করছে।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম এ কর্মসূচির উদ্বোধন করবেন।
আরও পড়ুন: জাবির মুক্তমঞ্চে নদীর জীবন-চিত্র আঁকলো শিক্ষার্থীরা
মেলার আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘আমরা আশা করছি বিগত বছরগুলোর মতো এবারও মেলা সফল হবে। তাছাড়া কোভিড মহামারির কারণে গত দুই বছর মেলা আয়োজন করতে না পারায় এ বছর মেলা আরও আলোড়ন সৃষ্টি করবে।’
দিনব্যাপী এ মেলায় উদ্বোধনী অধিবেশন, অডিও ও ভিডিওর মাধ্যমে পাখি শনাক্তকরণ প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক বিতর্ক ও শিশুদের জন্য পাখি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয় থাকবে।
এছাড়া বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড- এই তিনটি ক্যাটাগরিতে মোট সাতজন পাখি সংরক্ষণবিদকে পুরস্কৃত করা হবে।
আরও পড়ুন: জাবিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
১ বছর আগে
ফোসা'র উদ্যোগে দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার’ অনুষ্ঠিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) এর উদ্যোগে দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার’অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে চ্যারিটি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী এবং ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক সেলিনা মোমেন।
এসময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, ফোসা’র সভাপতি পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব)-এর সহধর্মিণী ফাহমিদা জেবিন সোমা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এডমিরাল (অব:) খোরশেদ আলম, সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী, সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ফোসা'র কার্যনির্বাহী কমিটির সদস্য ও ফোসা পরিবারের সদস্যবৃন্দ এবং দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বুটিক পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করা হয়। বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের মাধ্যমে সংগৃহীত অন্যান্য দেশের পণ্যসামগ্রীও চ্যারিটি বাজারে স্থান পায়। ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, প্যালেস্টাইন, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, থাইল্যান্ড ও ভিয়েতনামের দূতাবাসও এই চ্যারিটি বাজারে অংশগ্রহণ করে।
ফোসা'র সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। চ্যারিটি বাজার থেকে অর্জিত আয় আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে।
আরও পড়ুন: ফোসা'র উদ্যোগে রাজধানীতে ঈদ চ্যারিটি মেলা
ফোসা’র উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমিতে ঈদ চ্যারিটি মেলা
বর্ণিল আয়োজনে নববর্ষ বরণ করে নিল ফোসা
১ বছর আগে
হুমায়ূন আহমেদের জন্মদিনে থাকছে দিনব্যাপী আয়োজন
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকী আজ (রবিবার)।
তার চলে যাওয়াই যে শেষ নয় এর প্রমাণ হিসেবে তার পরিবার ও ভক্তরা দিনকে বিশেষভাবে পালন করে আসছে প্রতি বছর। তবে গত দুই বছর মহামারি করোনার কারণে বড় পরিসরে আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এবার আর তা হচ্ছে না।
হুমায়ূন আহেমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে আজ থাকবে দিনব্যাপী হুমায়ূন মেলা। চ্যানেল আই প্রাঙ্গণে মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা এবং পছন্দের চলচ্চিত্র ও নাটকের গান। প্রবীণ শিল্পীদের পাশাপাশি গানগুলো পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। আরও থাকবে চ্যানেল আই সেরা নাচিয়েদের নাচ। থাকবে কবিতা আবৃত্তি ও স্মৃতিকথা।
অন্যদিকে হুমায়ূন আহমেদের সবচেয়ে প্রিয় জায়গা নুহাশ পল্লীতে দিনকে পালন করতে শনিবার (১২ নভেম্বর) থেকে সেখানে অবস্থান করছেন লেখকের স্ত্রী-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কেক কাটা ও রাতে এক হাজার চুয়াত্তরটি মোমবাতি প্রজ্বালন করা হয় সেখানে।
আরও পড়ুন: নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন
সকাল ১১টায় হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরবর্তীতে দোয়া শেষে নুহাশ পল্লীর হোয়াইট হাউসের সামনে জন্মদিনের কেক কাটা হবে।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। নাটক ও চলচ্চিত্র অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন তিনি। ১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পরপরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে।উপন্যাসে ও নাটকে তার সৃষ্ট চরিত্রগুলো বিশেষ করে ‘হিমু’, ‘মিসির আলী’, ‘শুভ্র’ তরুণ-তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয়।
১৯৪৮ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, আর মা ছিলেন গৃহিণী। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড়।বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে বাংলাদেশের রাষ্ট্রীয় পদক ‘একুশে পদক’ লাভ করেন। এছাড়াও, তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০),লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪),বাচসাস পুরস্কার (১৯৮৮) লাভ করেন।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উদযাপিত
১ বছর আগে