ব্যাডমিন্টন খেলা
ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ‘ককটেল বিস্ফোরণ’
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা ব্যাডমিন্টন খেলার সময় ‘ককটেল বিস্ফোরণের’ অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, সেগুলো ককটেল নয়, পটকা ফাঠানো হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখার নতুন ১০তলা ভবন ও আখতার হামিদ খান ভবনের সামনে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করে। তারা সারারাত মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এসব চলছিল। নতুন অধ্যক্ষ আসার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। গত চার দিন ধরে শিক্ষকরা সেখানে ব্যাডমিন্টন খেলা শুরু করেন। এতে মাদকসেবীরা সেখানে প্রবেশ করতে পারছিলেন না।
কলেজের শিক্ষকরা জানান, সোমবার রাতে শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ৯টার দিকে কয়েকটি ককটেল বিকট শব্দে ক্যাম্পাসের বাইরে থেকে এসে খেলার মাঠে পড়ে। এ সময় ধোঁয়ায় ছেঁয়ে যায় চারপাশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ‘কয়েকদিন আগে কলেজ প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষেধ করে। সম্প্রতি শিক্ষকরা রাতে সেখানে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন। রাতে সেখানে বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ধারণা করছি যারা কলেজে মাদক সেবন করতে পারছিল না তারাই এই ঘটনা ঘটিয়েছে।’
কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘কলেজে বহিরাগত ছেলেরা ঢুকতে পারছিল না, তাই তারা পটকা ফাটিয়েছে বলে শুনেছি। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছে। ভিক্টোরিয়া কলেজ ও আশপাশে পুলিশের নজরদারী বাড়ানো হয়েছে।
১ সপ্তাহ আগে
বিভাগীয় সেরা রাবেয়ার ঢাকায় ব্যাডমিন্টন খেলা অনিশ্চিত
আন্ত:স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা ছাড়িয়ে বিভাগীয় পর্যায়ে একজন সেরা খেলোয়ার রাবেয়া খাতুন (১৩)। জাতীয় পর্যায়ে ১৯ ডিসেম্বর ঢাকা শিশু একাডেমিতে তার খেলার কথা রয়েছে। ভালো একটি ব্যাডমিন্টন ব্যাটের অভাবে ঢাকায় খেলা অনেকটাই অনিশ্চিত এই খেলোয়াড়ের।
রাবেয়া কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যান চালক মো. মামুন হোসেনের মেয়ে এবং তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে।
জানা গেছে, ছোট বেলা থেকেই রাবেয়ার ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সমান পারদর্শী।
আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতোমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে।
আরও পড়ুন: শেষ হলো শেখ মনি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
সম্প্রতি ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করে। রাবেয়া এখন এলাকার মানুষের কাছে প্রশংসিত।
এ বিষয়ে রাবেয়া খাতুন বলেন, বড় খেলোয়ার হতে চাই। কিন্তু পরিবারের সেই রকম সামর্থ্য নাই। অর্থের অভাবে সব খেলা খেলতে যেতে পারি না। খেলা খেলতে ভালো সরঞ্জাম ও পোশাক লাগে। বাবার ইচ্ছে থাকলেও অর্থ নেই।
রাবেয়া খাতুন আরও বলেন, এবার ব্যাডমিন্টনে বিভাগীয় সেরা হয়েছি। ১৯ ডিসেম্বর ঢাকায় খেলা। একটা ভালো ব্যাট দরবার। বাবা দিতে পাড়ছে না। সেখানে ভালো ব্যাট ছাড়া খেলা যাবে না। কি করব তা এখনও জানি না।
ভ্যানচালক বাবা মামুন হোসেন বলেন, মেয়ে ছোটবেলা থেকেই বিভিন্ন খেলায় পারদর্শী। খেলোয়ার হতে চায়। এবার ঢাকা শিশু একাডেমিতে খেলবে। একটা ভালো ব্যাট দরকার। স্কুলের ক্রীড়া স্যারের কাছে গেছিলাম। তিনি বলেছেন কিনে নিতে। কিন্তু আমার তো তেমন সামর্থ্য নেই। এছাড়াও ঢাকা যাওয়া, আসা, থাকা অনেক টাকার ব্যাপার। সাহায্য পেলে ভালো হতো।
তেবাড়িয়া ম্যাধমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বলেন, রাবেয়া স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তার খেলাধুলার প্রতি আগ্রহ আছে, রাবেয়া আর্থিক সাপোর্ট পেলে আরও অনেক দূর যাবে।
তিনি আরও বলেন, সে ৫০ তম শীতকালীন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উচ্চ লাফে ২য় ও আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান অর্জন করে। আমি তার সাফল্য কামনা করছি।
আরও পড়ুন: দক্ষিণ এশিয়া অনূর্ধ্ব-১৫ ব্যাডমিন্টন: গালিব-মুস্তাকিম জুটির শিরোপা জয়
কুবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পরিসংখ্যান বিভাগ
২ বছর আগে
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী খুনের অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শুক্রবার কিশোর গ্যাংয়ের হামলায় এক কলেজ শিক্ষার্থী খুনের অভিযোগ পাওয়া গেছে।
নিহত মো. পাবেল (১৯) ওই উপজেলার গুণবতী এলাকার নুরুল ইসলামের ছেলে। সে ফেনী মহিপাল সরকারি কলেজের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।
ওসি জানান, পাবেল নিজ বাড়ি গুণবতী থেকে পাশের আলকরা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে স্থানীয় কিশোরদের সঙ্গে বৃহস্পতিবার রাতে ব্যাডমিন্টন খেলতে যায়। এসময় একদল কিশোর নিজেরা খেলবে বলে পাবেল ও তার সঙ্গীদের মাঠ থেকে উঠে যেতে বলে
ওইসময় কিশোরদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা পাবেলকে ছুরিকাঘাত করতে থাকে। কিশোর গ্যাংয়ের ৭/৮ জন প্রত্যেকেই পাবেলকে আঘাত করে তারা পালিয়ে যায়, তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২০ হবে বলে ধারণা পুলিশের।
এসময় তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন আহত হয়েছেন।
ওসি জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে তারা পাবেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জড়িত সবাই স্থানীয় কিশোর।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মডেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে
চাঁদপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত শুভ (১৬) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বর্ডার বাজার এলাকার মানিক বেপারীর ছেলে। শুভ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
শনিবার রাত সাড়ে ১১টায় খেলা শেষে বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভ।
শুভর মা-বাবা বলেন, একটি মাত্র ছেলে, ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন। শখের ব্যাডমিন্টন খেলতে গিয়ে নিমিষেই স্বপ্ন কেড়ে নিল বিদ্যুৎ। সে অনেকক্ষণ বিদ্যুতের তারে আটকে ছিল।
খেলার সঙ্গীরা জানায়,শুভ নিজ বাড়ির উঠানে বাড়ির ছেলেদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল। খেলা শেষে বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভ। সে অবস্থায় মিনিটখানেক থাকে সে। চিৎকার দিয়ে ছুটতে চেষ্টা করার এক পর্যায়ে শুভকে বিদ্যুৎ ছিটকে ফেলে দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় এ নিয়ে কোনো মামলা হয়নি।
আরও পড়ুন: যশোরে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবদম্পতির মৃত্যু
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
২ বছর আগে