ডাচ বাংলা ব্যাংক
ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় ৮ জনের রিমান্ড মঞ্জুর আদালতের
রাজধানীর উত্তরায় ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আটজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-চালক আকাশ, ইমন ওরফে মিলন, সাগর মাতুব্বর, এনামুল হক বাদশা, সানোয়ার হোসেন, বদরুল আলম, মিজানুর রহমান ও সোনামিয়া।
আসামীপক্ষে কোন আইনজীবী ছিলেন না।
আরও পড়ুন: বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে রিভিউ শুনানি পেছালো
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ্ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের আলোতে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া চার বক্সের মধ্যে তিন বক্স উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদি হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: ফারদিন হত্যা: রিমান্ড শেষ, বুশরা জেলে
১ বছর আগে
রাজধানীতে ব্যাংকের টাকা লুটের ঘটনায় ৭ জন গ্রেপ্তার: ডিএমপি
রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা লুটের কয়েক ঘণ্টা পর নিরাপত্তারক্ষীসহ সাতজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ ইউএনবিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় খিলক্ষেত থেকে নিরাপত্তারক্ষীসহ তাদের গ্রেপ্তার করে গোয়েন্দারা।
গোয়েন্দারা লুট করা অর্থের বেশিরভাগই উদ্ধার করেছে, তবে তিনি উদ্ধার করা অর্থের পরিমাণ উল্লেখ করেননি।
আরও পড়ুন: ঢাকার উত্তরায় গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ডাকাতি
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির ওই কর্মকর্তা জানান, ১১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে ৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং লুটের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, এদিন সকাল সাড়ে ৭টায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ১১ কোটি ২৫ লাখ টাকা নিয়ে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি ব্যাংকের এটিএম বুথে টাকা জমা দিতে সাভার ইপিজেড এলাকায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে আটজন সশস্ত্র লোকের একটি দল গাড়ি থামিয়ে বন্দুকের মুখে টাকা ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকে ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
৩৭০০ কোটি টাকা লুটপাট: দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
১ বছর আগে
দিনাজপুরে বুথের টাকা চুরিতে জড়িত ব্যাংক কর্মকর্তা, গ্রেপ্তার ২
দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিডিএম (ক্যাশ ডিপোজিট মেশিন) থেকে চুরি হওয়া প্রায় ১২ লাখ টাকা উদ্ধারসহ ব্যাংক কর্মকর্তা ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আলামতও জব্দ করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্টান্ডে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক -এ ওই চুরির ঘটনা ঘটে।
সোমবার এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত জানান পুলিশ কর্মকর্তারা।
গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা বরকত জামান পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাগপুর গ্রামের বাসিন্দা মৃত তবিজুল ইসলামের ছেলে। তিনি ওই ফাস্ট ট্রাকে জুনিয়র চ্যানেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চুরিতে তাকে সহযোগিতা করেছে দিনাজপুর সদরের শেখপুরার রাজারামপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে বিকাশ ব্যবসায়ী রেজাউল ইসলাম।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ জানান, পরিকল্পনা ও কৌশল অনুযায়ী গেল ১১ নভেম্বর শুক্রবার বুথের প্রহরিকে চেনতানাশক প্রয়োগ করে দুই ধরনের ডিজিটাল পাসওয়ার্ড ব্যবহার করে ফাস্ট ট্রাকের সিডিএম খুলে ১১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন বুথের দায়িত্বে থাকা জুনিয়র কর্মকর্তা বরকত জামান। চুরির ঘটনায় ধরা পড়া এড়াতে সিসিটিভির ডিভিআর খুলে নিয়েছিল সে।
আরও পড়ুন: নাটোরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক থেকে আড়াই লাখ টাকা চুরি
১ বছর আগে