দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিডিএম (ক্যাশ ডিপোজিট মেশিন) থেকে চুরি হওয়া প্রায় ১২ লাখ টাকা উদ্ধারসহ ব্যাংক কর্মকর্তা ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আলামতও জব্দ করা হয়।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্টান্ডে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক -এ ওই চুরির ঘটনা ঘটে।
সোমবার এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত জানান পুলিশ কর্মকর্তারা।
গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা বরকত জামান পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাগপুর গ্রামের বাসিন্দা মৃত তবিজুল ইসলামের ছেলে। তিনি ওই ফাস্ট ট্রাকে জুনিয়র চ্যানেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চুরিতে তাকে সহযোগিতা করেছে দিনাজপুর সদরের শেখপুরার রাজারামপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে বিকাশ ব্যবসায়ী রেজাউল ইসলাম।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ জানান, পরিকল্পনা ও কৌশল অনুযায়ী গেল ১১ নভেম্বর শুক্রবার বুথের প্রহরিকে চেনতানাশক প্রয়োগ করে দুই ধরনের ডিজিটাল পাসওয়ার্ড ব্যবহার করে ফাস্ট ট্রাকের সিডিএম খুলে ১১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন বুথের দায়িত্বে থাকা জুনিয়র কর্মকর্তা বরকত জামান। চুরির ঘটনায় ধরা পড়া এড়াতে সিসিটিভির ডিভিআর খুলে নিয়েছিল সে।
আরও পড়ুন: নাটোরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক থেকে আড়াই লাখ টাকা চুরি