ইনস্টাগ্রাম
কিছু ফিলিস্তিনি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বায়োতে 'সন্ত্রাসী' উল্লেখ করায় ক্ষমা চেয়েছে মেটা
নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দেওয়া কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ‘বায়ো’তে 'সন্ত্রাসী' উল্লেখ করার জন্য ক্ষমা চেয়েছে টেক জায়ান্ট ফেসবুকের প্রধান কোম্পানি মেটা।
মেটা বলেছে, মাধ্যমটির কিছু ক্ষেত্রে ‘অনুপযুক্ত আরবি অনুবাদের কারণে’ সৃষ্ট সমস্যার সমাধান করা হয়েছে।
তারা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছে, ‘আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এটি ঘটেছে।’
ইসরায়েল-গাজা সংঘাতের সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো কনটেন্ট সরিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।
আরও পড়ুন: গাজায় 'মানবিক বিরতির' আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাবের ব্যর্থতায় ফ্রান্সের দুঃখ প্রকাশ
কিছু ব্যবহারকারী বলছেন, ফিলিস্তিনপন্থী পোস্টের জন্য ইনস্টাগ্রামে তাদের 'শ্যাডো ব্যান' (ব্যবহারকারীকে না জানিয়েই তার কনটেন্ট নিউজফিডে দেখানো থেকে বিরত রাখা) করা হয়েছে।
ব্যবহারকারীরা দাবি করেছেন, সংঘাতের কথা উল্লেখ করে স্টোরিজের ২৪ ঘণ্টার পোস্টে অন্যদের তুলনায় কম ভিউ পেয়েছেন তারা এবং অনুসন্ধানে তাদের অ্যাকাউন্টগুলো সহজে খুঁজে পাওয়া যায় না।
প্রযুক্তি জায়ান্ট মেটা স্বীকার করেছে, একটি বাগ (ত্রুটি) স্টোরিজকে প্রভাবিত করেছে। তবে বিষয়বস্তুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া বাংলাদেশে
ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধানমন্ত্রীর
১ বছর আগে
‘হৃদরোগে আক্রান্ত হয়েছেন’ বললেন সুস্মিতা সেন
প্রাক্তন মিস ইউনিভার্স এবং বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বলেছেন যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যে বৃহস্পাতিবার ইনস্টাগ্রাম পোস্টে সেন বলেছেন, কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুন: শফি মণ্ডল-চন্দনা মজুমদারের কণ্ঠে ‘নয়া মানুষ’ সিনেমার টাইটেল গান
তিনি তার বাবা সুবীর সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনার হৃদয়কে সুখী এবং সাহসী রাখো, এবং যখন আপনার সবচেয়ে বেশি শোনা প্রয়োজন হবে, তখন এটি আপনার পাশে দাঁড়াবে’ (আমার বাবা সুবীর সেনের জ্ঞানী কথা)। কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল...অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে...স্থানে স্টেন্ট আছে...এবং সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট আবার নিশ্চিত করেছেন 'আমার একটা বড় হার্ট আছে।’
তিনি পোস্টে আরও লিখেছেন যে, ‘অনেক লোককে তাদের সময়মত সাহায্য এবং গঠনমূলক পদক্ষেপের জন্য অন্য পোস্টে ধন্যবাদ জানাবেন।’
তিনি আরও লিখেছেন, ‘এই পোস্টটি শুধুমাত্র আপনাকে (আমার শুভাকাঙ্খী এবং প্রিয়জনদের) সুসংবাদ সম্পর্কে জানানোর জন্য ... যে সবকিছু ঠিক আছে এবং আমি আবার কিছু জীবনের জন্য প্রস্তুত। আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি!!!!’
তথ্য বলছে, ‘বিবি নম্বর ১’, ‘ম্যায় হুন না’, ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, এবং ‘নো প্রবলেম’ এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। সেন আন্তর্জাতিক এমি-এর মনোনীত সিরিজ ‘আয়ারা’ -তে তার অভিনয়ে ফিরছিলেন এবং শোয়ের দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করেছেন। শিগগিরই ধারাবাহিকের তৃতীয় সিজনে দেখা যাবে অভিনেত্রীকে।
আরও পড়ুন: আফরান নিশোর প্রথম সিনেমার মহরত
‘রাতাড্ডা উইথ তানভীর’ পূরণ করল অর্ধযুগ
১ বছর আগে
ইনস্টাগ্রাম: আইরিশ সংস্থার কিশোরদের তথ্য অপব্যবহারে বড় আকারের জরিমানা
আইরিশ এক নিয়ন্ত্রক সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামকে বড় আকারের জরিমানা করেছে। তদন্ত করে সংস্থাটি জানতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের কঠোর তথ্য গোপনীয়তা নিয়ম লঙ্ঘন করে মাধ্যমটি কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করেছে।
আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন সোমবার ই-মেইলের মাধ্যমে বলেছে, কোম্পানিটিকে ৪০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করার জন্য গত সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও সম্পূর্ণ বিবরণ আগামী সপ্তাহের আগে প্রকাশ করা হবে না।
লুক্সেমবার্গের নিয়ন্ত্রক সংস্থা গত বছর অ্যামাজনকে ৭৪ কোটি ৬০ লাখ ইউরো জরিমানা করার পরে ইউরোপীয় ইউনিয়নের কঠোর গোপনীয়তা নিয়মের অধীনে জারি করা বর্তমান জরিমানাটি দ্বিতীয় বৃহত্তম।
ইনস্টাগ্রামের প্রধান কোম্পানি মেটা বলেছে যে যেহেতু তদন্তটির সাথে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রক সংস্থা জড়িত ছিল তাই ‘এই জরিমানা কীভাবে গণনা করা হয়েছে তার সাথে আমরা একমত নই এবং এর বিরুদ্ধে আমরা আপিল করতে চাই।’
আইরিশ নিয়ন্ত্রক সংস্থার তদন্ত ই-মেইল ঠিকানা এবং ফোন নম্বরসহ ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের ব্যক্তিগত বিবরণ কীভাবে ইনস্টাগ্রাম প্রদর্শন করে তার ওপর কেন্দ্র করে করা হয়। ইনস্টাগ্রাম ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৩ বছর।
একজন ডেটা বিজ্ঞানীর ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তিত করছে বিষয়টি নজরে আসে। তিনি দেখতে পান, এই ব্যবহারকারীদের যোগাযোগ তথ্য তাদের প্রোফাইলে দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা আপাতদৃষ্টিতে তাদের প্রোফাইলে কতগুলো লাইক পড়েছে তা দেখার জন্য এমনটা করে থাকতে পারে। তবে পূর্বেই মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে ইনস্টাগ্রাম এই সেবাটি কিছু দেশে বন্ধ করে দিয়েছে।
ইনস্টাগ্রাম বলেছে যে তদন্তটি এক বছরেরও বেশি আগে হালনাগাদ করা পুরানো সেটিংসের ওপর ভিত্তি করে করা হয়েছে এবং এরপর থেকে মাধ্যমটিতে কিশোর-কিশোরীদের জন্য বেশকিছু গোপনীয়তার সেবা চালু করা হয়েছে। যার মধ্যে একটি হচ্ছে- অ্যাকাউন্ট খোলার পর স্বয়ংক্রিয়ভাবে তাদের সেটিং প্রাইভেট অপশনে থাকবে।
কোম্পানিটি জানিয়েছে, ‘আমরা সাবধানে বাকি সিদ্ধান্তের পর্যালোচনা চালিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন:অ্যান্ড্রয়েড-১৪ ফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ: যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়
ইউরোপীয় ইউনিয়নের ডেটা গোপনীয়তা নিয়মের অধীনে আইরিশ নিয়ন্ত্রক সংস্থাটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানির প্রধান নিয়ন্ত্রক। যাদের ইউরোপীয় সদর দপ্তর ডাবলিনে অবস্থিত।
গত বছর সংস্থাটি হোয়াটসঅ্যাপকে ২২ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে। অন্যান্য মেটা কোম্পানির সাথে ব্যবহারকারীদের তথ্য ভাগাভাগি করায় স্বচ্ছতার নিয়ম লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল।
আরও পড়ুন:১৫ থেকে ২০ হাজার প্রাইস রেঞ্জে অপোর নতুন স্মার্টফোন এ৫৭
প্রথম অপারেটর হিসেবে ফোরজি স্পেকট্রাম চালু করল বাংলালিংক
২ বছর আগে
শিখদের ‘খালিস্তানি সন্ত্রাসী’ বলায় কঙ্গনার বিরুদ্ধে এফআইআর
ভারতের সংখ্যালঘু শিখ সম্প্রদায়কে ‘খালিস্তানি সন্ত্রাসী’ বলায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে একটি এজাহার বা এফআইআর দায়ের হয়েছে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে পুলিশ এই এফআইআর দায়ের করে। কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শিখ সম্প্রদায়কে তিনি ‘খালিস্তানি সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন।
ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা লিখেছেন,‘বর্তমানে খালিস্তানি জঙ্গিরা সরকারকে নাচাচ্ছে। একজন নারীকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। দেশের একমাত্র নারী প্রধানমন্ত্রী তাদের নিজের জুতোর নিচে পিষে দিয়েছিলেন। নিজের প্রাণের বিনিময়ে এদেরকে মশার মতো মেরেছিলেন তিনি।’
আরও পড়ুন: ‘জয় ভীম’: হলিউডকে পেছনে ফেলে আইএমডিবি রেটিং-এ শীর্ষে প্রথম ভারতীয় চলচ্চিত্র
কর্মকর্তারা বলেছেন, ৩৪ বছর বয়সী অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫ এর অধীনে এফআইআর হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিল ঘোষণা দেয়ার কয়েকদিন পর কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করা হলো।
তিনটি বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে দিল্লির উপকণ্ঠে কয়েক হাজার কৃষক যাদের বেশিরভাগ শিখ সম্প্রদায়ের,তারা অবস্থান নিয়ে আন্দোলন করে। এই আইনগুলো তাদের জীবিকার জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা সুশান্তের পরিবারের ৫ জন নিহত
নারীকেন্দ্রিক চলচ্চিত্রে বহুমুখীতা এবং শক্তিশালী নারী চরিত্রের চিত্রায়ণের জন্য পরিচিত কঙ্গনা। তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
২০০৬ সালের থ্রিলার সিনেমা ‘গ্যাংস্টার’ এর মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। তিনি ওহ লামহে (২০০৬), লাইফ ইন এ মেট্রো (২০০৭) এবং ফ্যাশন (২০০৮),কুইন ছবিতে অন্যবদ অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন।
৩ বছর আগে
নাম পরিবর্তন করে ফেসবুক ইনক এখন ‘মেটা’
সমস্যায় থাকা অনেক কোম্পানির মতো ফেসবুকও তার নাম ও লোগো পরিবর্তন করছে। ফেসবুক ইনকরপোরেশন কে এখন মেটা প্লাটফর্ম ইনক বা সংক্ষেপে ‘মেটা’ বলা হবে। তবে সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের নাম অপরিবর্তীত থাকবে।
এছাড়াও এর প্রধান নির্বাহীও সিনিয়র নেতৃত্ব, এর কর্পোরেট কাঠামো ও সংকট যা কোম্পানিকে আচ্ছন্ন করেছে তা অপরিবর্তিত থাকবে।
সন্দেহবাদীরা কোম্পানিটিকে ফেসবুক পেপারস এর বিষয়টি পরিবর্তন করার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছে। ফাঁস হওয়া নথিগুলির ভাণ্ডার যা এটি ১৭ বছর আগে জুকারবার্গের হার্ভার্ড ডর্ম রুমে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটিকে সবচেয়ে বড় সংকটে ফেলেছে। নথিতে ফেসবুককে বিশ্বজুড়ে ঘৃণা, রাজনৈতিক বিবাদ ও ভুল তথ্যের প্ল্যাটফর্ম থেকে মুক্তি দেয়ার জন্য মুনাফাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: বন্ধ হয়ে যাওয়া পরিসেবা পুনরুদ্ধার করেছে ফেসবুক
তবে ফেসবুক অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের নাম পরিবর্তন হচ্ছে না। কোম্পানির কর্পোরেট কাঠামোও পরিবর্তন হবে না। কিন্তু ১ ডিসেম্বর থেকে এর স্টক একটি নতুন টিকার প্রতীক এমভিআারএসের অধীনে ব্যবসা শুরু করবে৷
রিব্র্যান্ড ব্যাখ্যা করতে গিয়ে জুকারবার্গ বলেছেন ফেসবুক নামটি আর কোম্পানির সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে না। তিনি বলেন, আজকে আমাদের একটি সোশ্যাল মিডিয়া কোম্পানি হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আমাদের ডিএনএ-তে আমরা এমন একটি কোম্পানি যা মানুষকে সংযুক্ত করার জন্য প্রযুক্তি তৈরি করে।
আরও পড়ুন: ফেসবুকে চাকরির সুযোগ পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী
৩ বছর আগে
স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ
বিশ্বব্যাপী কোরিয়ান পপ-কালচারের জোয়ারে সাম্প্রতিক সংযোজন নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ স্কুইড গেম। সপ্তাহের সর্বাধিক দেখা টিভি-শো, সর্বাধিক স্ট্রীম করা ওয়েব প্রোগ্রাম, সামাজিক মাধ্যমগুলোতে সর্বাধিক আলোচিত বিষয় এই রেকর্ডগুলো এখন সব স্কুইড গেম-এর দখলে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ মোট ৯০টি দেশে টিভি-শোগুলোর তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছে এই কোরিয়ান ভাষার টিভি সিরিজটি। গ্যাংনাম স্টাইলের দশক পেরোতে না পেরোতেই সামাজিক মাধ্যমগুলোতে বিটিএসের পাশে রাজকীয় আবির্ভাব ঘটেছে স্কুইড গেম-এর। চলুন, সাম্প্রতিক চাঞ্চল্য সৃষ্টিকারী এই ওয়েব সিরিজটির ব্যাপারে বিস্তারিত জেনে নেই।
নেটফ্লিক্স অরিজিনাল স্কুইড গেম-এর আদ্যোপান্ত
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর নেটফ্লিক্স থেকে সারা বিশ্বে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার এই টিভি সিরিজটি। থ্রিলারধর্মী এই ড্রামা সিরিজটির চিত্রনাট্যে ও পরিচালনায় আছেন হোয়াং-ডং-হিউক।
ডিস্টোপিয়ান সময়ের প্রেক্ষাপট নিয়ে রচিত সিরিজটির নামকরণ করা হয়েছে কোরিয়ান বাচ্চাদের একটি গেম থেকে। গেমটিতে জেতার জন্য একটি দল মেঝেতে আঁকা স্কুইড-এর মাথায় তাদের পা রাখার চেষ্টা করে। অপরদিকে আরেকটি দল চেষ্টা করে তাদেরকে স্কুইড-এর নকশাটির কাছ থেকে দূরে রাখার।
পড়ুন: অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ড মুভি ‘নো টাইম টু ডাই’
ড্রামাটিতে দেখানো হয় ৪৫৬ জন খেলোয়ার প্রতিযোগিতায় অবতীর্ণ হয় ৪৫.৬ বিলিয়ন ওন মূল্যের পুরস্কারের জন্য।
অন্যদিকে প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য থাকে পশ্চিমা মহারথিদের বিকৃত আমোদপ্রমোদের খোরাক। ক্রমান্বয়ে গেমটি যখন প্রত্যেক খেলোয়ারকে পরস্পরের বিরুদ্ধে ধাবিত করে তখন খেলোয়াররা বুঝতে পারে তারা আটকে গেছে মরনপণ এক গোলকধাঁধায়।
সিরিজটিতে অভিনয় করেছেন পার্ক হেই-সু, লি জুং-জেই, উই হা-জুন, ও ইয়ং-সু, জুং হো-ইয়েন, হিউ সুং-তেই, কিম জু-রাইয়ং এবং অনুপম ত্রিপাঠি।
পড়ুন: মুন্সিগিরি: চঞ্চল চৌধুরীকে নিয়ে অমিতাভ রেজা’র আরেকটি অসামান্য চলচ্চিত্র
সাইরেন পিকচার্স ইন্ক.-এর প্রযোজনায় এখন পর্যন্ত টিভি-শোটির ৯টি পর্বের একটি সিজন দেখানো হয়েছে।
কোরিয়ান ওয়েব সিরিজ স্কুইড গেম-এর জনপ্রিয় হয়ে ওঠা
স্কুইড গেম-এর জনপ্রিয় ওঠার পেছনে অন্যতম কারণ হলো ৩৭টি ভাষার সাবটাইটেল ও ৩৪টি ভাষার ডাবিং সংস্করণ। এই সুবাদে অসহায় প্রাপ্তবয়স্কদের বাচ্চাদের খেলায় জেতার চিত্রনাট্যটি বেশ ভালোভাবেই গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শকদের কাছে। তাছাড়া খেলার খুটিনাটি দিয়ে পুরো ড্রামাটাকে অতিরঞ্জিত না করায় সিরিজপ্রেমীরা চরিত্রগুলোর দিকে দৃষ্টি দিতে পেরেছে। আর এভাবেই টিভি-শোটি বৈচিত্র্যপূর্ণ চরিত্রের নাটকীয়তা দিয়ে দর্শকদের মনে রেখাপাত করার চেষ্টা করেছে এবং এই চেষ্টা কতটুকু সফল হয়েছে তা বোঝা গেলো যখন প্রিমিয়ারের তিন সপ্তাহের মাথায় সামাজিক মাধ্যমে সিরিজটির ফলোয়ার ১৩ মিলিয়ন ছাড়িয়ে গেল।
৩ বছর আগে
বন্ধ হয়ে যাওয়া পরিসেবা পুনরুদ্ধার করেছে ফেসবুক
বিশ্বব্যাপী ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন মেসেঞ্জার,ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বিভ্রাট থাকার পর পরিসেবাটি সোমবার রাতে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ফেসবুক।
ফেসবুক একটি পোস্টে বলেছে,‘আমরা আমাদের অ্যাপস এবং পরিসেবার অ্যাক্সেস পুনরুদ্ধার করার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এগুলো সক্রিয় হয়েছে তা জানাতে পেরে খুশি।’
আরও পড়ুন: আসছে ফেসবুকের বিকল্প দেশি সোশ্যাল মিডিয়া ‘যোগাযোগ’
বিভ্রাটের সময় ফেসবুক বলেছিল,‘দুঃখিত,কিছু সমস্যা হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।এসময় ইনস্টাগ্রাম একটি ‘ফাইভএক্সএক্স সার্ভার ত্রুটি’ দেখিয়েছে।
টেকক্রাঞ্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডিএনএস (ডোমেইন নেইম সার্ভার) ব্যর্থতার কারণে বিভ্রান্তিটি হয়েছিল।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক রায়ান ম্যাক একটি টুইটে বলেন,‘শুধু ফেসবুকের পরিসেবা এবং অ্যাপই জনসাধারণের জন্য বন্ধ নয়,এর অভ্যন্তরীণ সরঞ্জাম এবং যোগাযোগের প্ল্যাটফর্মগুলিও বন্ধ রয়েছে,এবং কেউ কাজ করতে পারছে না।
আরও পড়ুন: ফেসবুকে জানা যাবে নিকটস্থ টিকাকেন্দ্রের খোঁজ
৩ বছর আগে
বাংলাদেশে ইনস্টাগ্রাম লাইট নিয়ে এলো ফেসবুক
ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে বাংলাদেশে ইনস্টাগ্রাম লাইট অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক কোম্পানি।
৩ বছর আগে
ফেসবুকের পর মিয়ানমারে এবার বন্ধ হলো টুইটার, ইনস্টাগ্রামও
মিয়ানমারে সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর দেয়া নিষেধাজ্ঞার অংশ হিসেবে এবং দেশব্যাপী প্রতিবাদ ঠেকাতে ফেসবুকের পর এবার টুইটার এবং ইনস্টাগ্রামও বন্ধ করে দিয়েছে দেশটির ক্ষমতা নেয়া সামরিক জান্তা।
৩ বছর আগে
ইনস্টাগ্রাম ও টুইটার থেকে সব পোস্ট ডিলিট করলেন দীপিকা! তারপর?
আচমকা নিজের ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডেল থেকে সব পোস্ট ডিলিট করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। নতুন বছরের প্রথম সকালেই তার এমন পদক্ষেপে সিনেদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তাহলে কি সোশ্যাল মিডিয়া ছাড়লেন ‘পদ্মাবতী’?
৩ বছর আগে