মহিলা ফুটবল
মহিলা ফুটবল: বসুন্ধরা কিংস, এআরবি কলেজের বিশাল জয়
বসুন্ধরা কিংস এবং আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লীগ ‘২০২১-২২’-এ তাদের সর্বাত্মক জয় বজায় রেখেছে।
বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দল দু’টি তাদের এই ফলাফল ধরে রাখে।
দিনের ম্যাচের পর উভয় দলই সম্পূর্ণভাবে লীগে আধিপত্য বিস্তার করে টানা ৯টি ম্যাচ থেকে পূর্ণ ২৭ পয়েন্ট অর্জন করেছে। ২৯ ডিসেম্বর লিগ চ্যাম্পিয়ন হতে ১১তম এবং শেষ রাউন্ডের ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।
আরও পড়ুন: বাঘিনীদের রাজসিক বরণ
কিন্তু গোল ব্যবধানে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের চেয়ে এগিয়ে রয়েছে বসুন্ধরা কিংস।
দিনের প্রথম ম্যাচে স্ট্রাইকার সানজিদা আক্তারের হ্যাটট্রিকে বসুন্ধরা কিংস আজ বিকালে কুমিল্লা ইউনাইটেড ক্লাবের বিপক্ষে ১২-০ গোলের বিশাল জয় পেয়েছে।
তিন গোলে সানজিদার হ্যাটট্রিক ছাড়াও, শিরাত জাহান স্বপ্না এবং মার্জিয়া দু’টি করে গোল করেন এবং কিংসের পক্ষে সাবিনা, শিউলি, মারিয়া, মাসুরা এবং রূপনা একটি করে গোল করেন। যা প্রথমার্ধে ৯-০ গোলের ব্যবধান তৈরি করে।
বুধবার বিকালে দিনের দ্বিতীয় ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৮-০ গোলে পরাজিত করে।
বিজয়ীদের পক্ষে রিপা ও মাহফুজা দু’বার করে এবং কোহাটি, স্বপ্না, নওসন ও মিরোনা একটি করে গোল করেন।
আরও পড়ুন: বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল: ১-১ গোলে ড্র শেখ জামাল-বসুন্ধরা
সাফ নারী চ্যাম্পিয়নদের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা সেনাবাহিনীর
১ বছর আগে
মহিলা ফুটবল: সাগরিকার হ্যাটট্রিকে ফরাশগঞ্জ এসসিকে ৪-০ গোলে হারাল এফসি ব্রাহ্মণবাড়িয়া
বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লিগে সাগরিকার দুর্দান্ত হ্যাটট্রিকে এফসি ব্রাহ্মণবাড়িয়া ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করেছে।
আরও পড়ুন: ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ জার্সি অনলাইনে কোথায় পাবেন
বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এই জয় পায় এফসি ব্রাহ্মণবাড়িয়া নারী ফুটবল দল।
রুবিনা ৫ম মিনিটে গোলের খাতা খোলার পরে সাগরিকা ১২তম, ৩৭তম এবং ৮৫তম মিনিটে লিগের প্রথম হ্যাটট্রিক করেন।
একই ভেন্যুতে কুমিল্লা ইউনাইটেড ক্লাব ও ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের মধ্যে দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
আরও পড়ুন: ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ১০টি অত্যাধুনিক প্রযুক্তি
সিরাজগঞ্জে ফুটবলার আঁখিকে ফের উষ্ণ সংবর্ধনা
১ বছর আগে