৩৬ ঘন্টা
৩৬ ঘন্টায় ৪ টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস
মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় অন্তত চারটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সোমবার ও মঙ্গলবার ভোরে ঢাকার বিভিন্ন স্থানে তিনটি বাস ও একটি ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে।
আরও পড়ুন: ২ দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের নৌ-সচিব পর্যায়ের সভা শুরু
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলাকালে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন দেওয়া হয়।
গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মোট ২৮৪টি অগ্নিসংযোগের খবর পেয়েছিল ফায়ার সার্ভিস।
হামলায় ২৮০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এর মধ্যে বাস ১৭৫টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য ২৮টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ১১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
আবারও হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
১১ মাস আগে
শুক্রবার সকাল থেকে মৌলভীবাজারে ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘট
মৌলভীবাজার জেলায় শুক্রবার সকাল থেকে ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে জেলা পরিবহন মালিক সমিতি। বুধবার (১৬ নভেম্বর) রাতে জেলা পরিবহন সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ এই ঘোষণা দেন।
তিনি বলেন, মৌলভীবাজার জেলার সকল পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল, ট্রাক, লরি, পিকআপ, ক্যাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির সমাবেশ: ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু
তিনি আরও বলেন, শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। ধর্মঘটকালে মৌলভীবাজার জেলার সকল সড়কে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপির আরেকটি সমাবেশ, আরেকটি পরিবহন ধর্মঘট: এবার ফরিদপুরে
বরিশালে বিএনপির সমাবেশ: পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রীরা
২ বছর আগে