মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় অন্তত চারটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সোমবার ও মঙ্গলবার ভোরে ঢাকার বিভিন্ন স্থানে তিনটি বাস ও একটি ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে।
আরও পড়ুন: ২ দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের নৌ-সচিব পর্যায়ের সভা শুরু
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল চলাকালে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন দেওয়া হয়।
গত ২৮ অক্টোবর থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মোট ২৮৪টি অগ্নিসংযোগের খবর পেয়েছিল ফায়ার সার্ভিস।
হামলায় ২৮০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এর মধ্যে বাস ১৭৫টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য ২৮টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ১১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা