খাবার ও পানি
সিলেটে বিএনপির সমাবেশ: নেতাকর্মীদের খাবার ও পানির ব্যবস্থা করছেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্রবধূ
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সেখানে প্রায় চার লাখ লোক সমাগমের টার্গেট নিয়েছে দলটি। গণসমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, গণসমাবেশে আগত নেতাকর্মীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্রবধূ রেজিনা নাসের।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর থেকে গণসমাবেশ লাগোয়া একটি তাবু থেকে পানি বিতরণ করতে দেখা যায়। গণসমাবেশে আসা সাধারণ মানুষের মাঝে এই পানির বোতল বিতরণ করেছেন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির সমাবেশ: মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত
তারা জানান, বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের তৃষ্ণা নিবারণের জন্য দুপুর থেকেই পানির বোতল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। শুধু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০০ বোতল পানি বিতরণ করা হয়েছে।
তারা আরও জানান, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের এই ব্যবস্থা করে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দসহ দলের নিবেদিত কর্মীরা গণসমাবেশে আসবেন। তাদের তৃষ্ণা মেটাতে রেজিনা নাসের পানির ব্যবস্থা করে দিয়েছেন।
জানা গেছে, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে দেশের সবকটি বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার সিলেটে হচ্ছে গণসমাবেশ
সিলেটের গণসমাবেশে অতীতের সব রেকর্ড ভাঙতে চায় বিএনপি।
বিভাগের সব জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
ধর্মঘটসহ অন্যান্য প্রতিবন্ধকতার কথা মাথায় রেখেই নেতাকর্মীদের সমাবেশে আনার জন্য বিকল্প যানের ব্যবস্থা এবং তাদের রাতযাপনের জন্য নগরীর কমিউনিটি সেন্টার ও প্রবাসীদের বাড়িসহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন দলটির নেতাকর্মীরা।
আরও পড়ুন: সিলেটে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘটের ডাক
সিলেটে বিএনপির সমাবেশের দিন বাস ধর্মঘট
১ বছর আগে