ইউজান প্যালসি
১৩ বার মনোনয়নের পর অবশেষে অস্কার পেলেন ডায়ান ওয়ারেন
১৩ বার মনোনয়ন পাওয়ার পর অবশেষে অস্কার জিতেছেন গীতিকার ডায়ান ওয়ারেন। শনিবার ওয়ারেন বার্ষিক গভর্নরস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইউজান প্যালসি, পিটার ওয়েয়ার ও মাইকেল জে ফক্সের সঙ্গে তার সম্মানসূচক এই পুরস্কার গ্রহণ করবেন।
তিনিই প্রথম গীতিকার যিনি সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন।
তিনি বলেন, ‘এটি অনেক বড় একটি অর্জন।’
ওয়ারেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রাক্তন সভাপতি ডেভিড রুবিনের ফোন পাওয়া পর ‘আমি আমার মধ্যে ছিলাম না।’
তিনি জানান, তার মনে হচ্ছিল; না এটা তিনি নন।
তিনি বলেন, ‘কেননা আমি এমন মানুষ, যে সব সময় হেরে যায়। বিষয়টি আমি সম্পূর্ণ অবিশ্বাস করেছিলাম।’
আরও পড়ুন: নোরার ঢাকা সফরে হতাশ ভক্তরা
এর আগে ১৩ বার এই মেধাবী শিল্পী অস্কারে সেরা মৌলিক গানের জন্য মনোনীত হয়েছিলেন। তবে ১৩ বারই তাকে খালি হাতে ফিরতে হয়।
৬৬ বছর বয়সী ওয়ারেন যদিও এই ব্যর্থতার কারণে কখনও বিরক্ত বা নিরুৎসাহিত হননি। তিনি তার কাজ নিয়ে থাকতে পছন্দ করতেন।
‘নাথিং’স গনা স্টপ আস নাউ’ গানটির জন্য প্রথমবার তাকে মনোনীত করা হয়েছিল, যেটি তিনি অ্যালবার্ট হ্যামন্ডের সঙ্গে মিলে ‘ম্যানেকুইন’ চলচ্চিত্রের জন্য লিখেছিলেন।
তার আরও কিছু বিখ্যাত অস্কার মনোনীত গানের মধ্যে রয়েছে- ‘বিকজ ইউ লাভড মি’, ‘আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল’, ‘হাউ ডু আই লাইভ’, ‘কন এয়ার’ এবং ‘আই ডোন্ট ওয়ান্ট টু মিস আ থিং’।
তিনি ২০১৫ সাল থেকে প্রায় প্রতি বছরই মনোনয়ন পেয়েছেন।
৯৫তম অস্কার পুরস্কার-২০২৩ এর আসর বসবে ২০২৩ সালের ১২ মার্চ।
আরও পড়ুন: মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির
প্রথম বাংলাদেশি হিসেবে স্পটিফাইয়ে আমন্ত্রিত অ্যাশেজের জুনায়েদ ইভান
২ বছর আগে