ঐন্দ্রিলা শর্মা
বউ সেজে ঐন্দ্রিলার শেষ জন্মদিন
কিছুদিন আগেই না ফেরার দেশে চলে যান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে হেরে যেতে হয় তাকেই। এই তারকার চলে যাওয়ার শোকাহত টলিউড পরিবার।
ঐন্দ্রিলা চলে যাওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্মৃতির কথা পোস্ট করেন তার কাছের অনেকে।
কলকাতার এই জনপ্রিয় তারকার জন্মদিন ৫ ফেব্রুয়ারি। এ বছর তার জন্মদিন পালন করেন বউ সেজে। তবে সেটি নিয়ে শুরুতে অনেক কৌতুহল তৈরি হলেও জানা যায় সেটি ছিল একটি নাটকের দৃশ্যের কস্টিউম।
আরও পড়ুন: নিলয় ও সারিকার ‘এক টিকেটে দুই ছবি’
সান বাংলায় প্রচারিত হওয়া ‘জিয়নকাঠি’ সিরিয়ালের শুটিং ইউনিটের সবার সঙ্গে শেষ জন্মদিনটি পালন করেন ঐন্দ্রিলা। আর সেদিন তার কস্টিউম ছিল বউয়ের সাজ।
সেই সাজেই শুটিং ইউনিটের সবার সঙ্গে বিশেষ দিনটি পালন করেছিলেন না ফেরার দেশে চলে যাওয়ার কলকাতার এই তারকা।
আরও পড়ুন: অভিনেত্রী ঐন্দ্রিলা মারা গেছেন
মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির
১ বছর আগে
অভিনেত্রী ঐন্দ্রিলা মারা গেছেন
দীর্ঘদিন ক্যানসার আক্রান্ত থাকার পর অবশেষে মারা গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৪ বছর।
কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে এ খবর পাওয়া যায়।
আরও পড়ুন : হাওর অঞ্চলের সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
হঠাৎ গুরুতর অসুস্থ হলে ১ নভেম্বর ঐন্দ্রিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় কোমায় চলে যান তিনি। এরপর ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু সেখান থেকে আর ফেরা হলো না।
ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়া শুরু করে ১৪ নভেম্বর থেকে। শনিবার (১৯ নভেম্বর) রাতে প্রায় ১০ বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এছাড়া আগেও দুইবার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা।
২০১৫ সালে একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম তার ক্যানসার ধরা পড়ে। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তার অস্থিমজ্জায়।
দ্বিতীয়বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই অভিনয় চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এবার আর পারলেন না। মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।
ঐন্দ্রিলার এই সময়ে পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। অভিনেত্রীর চিকিৎসার সকল খরচ বহন করার দায়িত্ব নেন এই তারকা। এ থেকে আশার আলো দেখেছিল ঐন্দ্রিলার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় আলো জ্বললো না।
আরও পড়ুন : নোরার ঢাকা সফরে হতাশ ভক্তরা
‘অর্থহীন’ ফিরল অর্ধযুগ পর
২ বছর আগে