খায়রুন সুন্দরী
‘খায়রুন সুন্দরী’র অভিনেতা মুকুল তালুকদার আর নেই
ঢাকাই সিনেমার ‘খাইরুন সুন্দরী’ খ্যাত খল অভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল মারা গেছেন।
রবিবার (২০ নভেম্বর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্যবাজারস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: অভিনেত্রী ঐন্দ্রিলা মারা গেছেন
পারিবারির সূত্র গণমাধ্যমকে জানায়, ভোরে হাঁটাহাঁটি শেষে বাসায় ফেরেন তিনি। তার কিছুক্ষণ পর বাসার এক ভাড়াটিয়া অভিনেতাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরবর্তীতে জানা যায়, হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
অভিনেতা মুকুল তালুকদারের পরিবারে রয়েছে স্ত্রী, ছেলে, এক মেয়ে, ছোট বোন ও ছোট ভাই।
‘খায়রুন সুন্দরী’ দিয়ে সিনেমায় যাত্রা শুরু মুকুল তালুকদারের।
এরপর প্রায় ২০টি সিনেমায় তাকে খল অভিনেতা চরিত্রে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িত ছিলেন তিনি।
শরিয়তপুর জেলার কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন: আসুন বিনোদিত হই, খেলাকে খেলা হিসেবেই নেই: আসিফ আকবর
১৩ বার মনোনয়নের পর অবশেষে অস্কার পেলেন ডায়ান ওয়ারেন
১ বছর আগে