৫ যাত্রী
মেঘনা টোল প্লাজায় মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ৫ যাত্রী দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকার বুধবার (১০ জুলাই) চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কর্ণফুলীতে মাছ ধরার নৌকায় আগুনে দগ্ধ ৫
তবে তাৎক্ষণিক দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি। কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক (টিআই) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে।
এতে করে সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘খবর শুনেই ঘটনাস্থলে যাই। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’
আরও পড়ুন: রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ
ভাষানটেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ
৫ মাস আগে
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
ময়মনসিংহের ত্রিশালের ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বালীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এরমধ্যে তিনজন পুরুষ একজন নারী ও এক মেয়ে শিশু রয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাত পৌনে আটটার দিকে ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের উচাখিলাগামী একটি সিএনজি একই দিক দিয়ে যাওয়া একটি ট্রাককে ওভারটেক করার সময় সিএনজিকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশু নিহত হয়।
তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি ঈশ্বরগঞ্জের উচাখিলা বলে জানা গেছে।
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় এ বছর ২০৯৭ জনের প্রাণহানি
২ বছর আগে