লিওনেল স্কালোনি
তৃতীয় ম্যাচের আগে আর্জেন্টিনা কোচের শাস্তি
দল নিয়ে বারবার দেরি করে মাঠে আসায় শাস্তি পেয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। এর ফলে রবিবার সকালে পেরুর বিপক্ষে তৃতীয় ম্যাচে ডাগআউটে দেখা যাবে না তাকে।
শুক্রবার এক বিবৃতিতে কনবেমবল জানিয়েছে, কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচেই বিরতির পর দেরি করে দল নিয়ে (মাঠে) ফেরার কারণে লিওনেল স্কালোনিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এমনকি, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত হতে পারবেন না বলে জানানো হয়েছে।
চিলির কোচ রিকার্দো গারেসাও একই কারণে শাস্তি পেয়েছেন। একই দিন ও সময়ে কানাডার বিপক্ষে কোয়ার্টারে ওঠার লড়াইয়ে মাঠে নামবে চিলি।
আরও পড়ুন: ইনজুরিতে মেসি, পেরুর বিপক্ষে বিশ্রাম
এ বিষয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেন, ‘এ বিষয়ে কোচ স্কালোনি কিছুটা হতাশ। গত ছয় বছরে এ ধরনের শাস্তির মুখে আমরা কখনোই পড়িনি। তিনি (স্কালোনি) দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন। কিন্তু, বিষয়টি খানিকটা অস্বাভাবিক।’
কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের বিরতির পর সঠিক সময়ে অবশ্যই মাঠে থাকতে হবে। একবার এ ভুল ক্ষমা করা হলেও দ্বিতীয়বার এর জন্য শাস্তির বিধান রেখেছে ল্যাটিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
গত ২১ জুন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলে কানাডা। এরপর দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচেও একই ভুল করে বসে আর্জেন্টিনা।
কোপা আমেরিকায় প্রথম দুই ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে তৃতীয় ম্যাচে জয় প্রয়োজন বিশ্বচ্যাম্পিয়নদের। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিওনেল স্কালোনির দল।
রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকা পেরুর বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা। একই সময় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে চিলি ও কানাডা।
আরও পড়ুন: প্যারাগুয়েকে উড়িয়ে শঙ্কা কাটাল ব্রাজিল
দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে কানাডা। অন্যদিকে, এক ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে তিনে চিলি। ফলে ড্র করতে পারলেও কোয়ার্টারের টিকিট পাওয়া তুলনামূলক সহজ হবে কানাডার জন্য। আর শেষ আট নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই চিলির।
শেষ আটে খেলার স্বপ্ন অবশ্য শেষ হয়ে যায়নি পেরুরও। আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারাতে পারলে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে নকআউট পর্বে উঠে যেতে পারে তারাও।
৫ মাস আগে
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: প্রথমার্ধে মেসির গোলে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
বহুল প্রত্যাশিত আর্জেন্টিনা বনাম সৌদি আরব খেলা শুরু হয় (বাংলাদেশ সময়) মঙ্গলবার বিকল ৪টায়। খেলা শুরুর ২৬ মিনিটের মাথায় লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করায় সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা।
সৌদি আরব ৪-১-৪-১ ফর্মেশন দিয়ে খেলা শুরু করেছিল, যেখানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ফর্মেশন নিয়েছেন।
তাদের মধ্যে শর্ট পাস খেলে ব্যাক লাইন থেকে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছে আর্জেন্টিনা। খেলার ৬ষ্ঠ মিনিটে কর্নার কিক পায় আর্জেন্টিনা।
আরও পড়ুন: স্বাগতিক দেশ কাতার ইকুয়েডরের মুখোমুখি হয়ে বিশ্বকাপের সূচনা
লিওনেল মেসি কর্নার কিক নিলেও সৌদি আরবের একজন ডিফেন্ডার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করেন। রেফারি ভিএআর দিয়ে পরীক্ষা করেন যে এটি ফাউল ছিল কিনা। উত্তরে দেখা গেছে, এটি একটি ফাউল ছিল, তাই সিদ্ধান্তটি আর্জেন্টিনার পক্ষে যায়।
লিওনেল মেসি পেনাল্টি নেয়ার জন্য এগিয়ে যান এবং শান্তভাবে বলটি বাঁ দিকের কর্নারে রেখে আর্জেন্টিনাকে ১-০ তে এগিয়ে দেন।
আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
সৌদি আরবের একাদশ:
আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।
আরও পড়ুন: ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার-২০২২: আর্জেন্টিনা বনাম সৌদি আরব লাইভ স্ট্রীমিং কোথায় কিভাবে দেখবেন
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২: ইরানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে শক্তিশালী বার্তা ইংল্যান্ডের
২ বছর আগে