ক্রিস্টিয়ানো রোনালদো
রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
ম্যানচেস্টার ইউনাইটেড মঙ্গলবার জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবটি ছেড়ে যাবেন। তার পরনে থাকছে না আর ক্লাবটির জার্সি।
৩৭ বছর বয়সী এই খেলোয়াড় বিশ্বকাপের প্রাক্কালে ক্লাবটির ম্যানেজার এরিক টেন হ্যাগ ও মালিকদের সমালোচনা করে এক সাক্ষাৎকার দেন।
গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড বলেছিল যে তারা রোনালদোর মন্তব্যের প্রতিক্রিয়ায় যথাযথ পদক্ষেপ শুরু করেছে।
ক্লাবটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো পারস্পরিক চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে। ক্লাব ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে তার অপরিসীম অবদানের জন্য তাকে ধন্যবাদ জানায়। যেখানে তিনি ৩৪৬টি ম্যাচে ১৪৫ গোল করেন।’
ভবিষ্যতের জন্য তার ও তার পরিবারের মঙ্গল কামনাও করেছে ক্লাবটি।
আরও পড়ুন: করোনাভাইরাস: কোয়ারেন্টাইনে ক্রিশ্চিয়ানো রোনালদো
করোনাভাইরাস: জুভেন্টাস থেকে ১০০ মিলিয়ন ডলার বেতন নিবে না রোনালদোরা
ম্যারাডোনা সর্বকালের সেরাদের একজন: রোনালদো
২ বছর আগে