বিমানবন্দর-উত্তরা রুট
ট্রাফিক সতর্কতা: ঢাকাবাসীদের আগামীকাল থেকে রবিবার সকাল পর্যন্ত বিমানবন্দর-উত্তরা রুট পরিহার করার অনুরোধ
ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ রাজধানীর যাত্রীদের বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত খিলক্ষেত থেকে বিমানবন্দর হয়ে উত্তরা রুট ব্যবহার না করার জন্য অনুরোধ করেছে।
বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজের কারণে ঢাকা বিমানবন্দর-উত্তরা রুটে যানজট পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
বিআরটির প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ও ২৭ নভেম্বর ঢাকা বিমানবন্দর এলাকায় বিআরটি প্রকল্পের জন্য বিশেষ সড়ক উন্নয়ন কাজ পরিচালনা করা হবে।
এ পরিস্থিতিতে ঢাকা বিমানবন্দর-উত্তরা রুটে সরকারি-বেসরকারি যানবাহন চলাচল এড়িয়ে চলতে বলা হয়েছে।
আরও পড়ুন: ট্রাফিক সতর্কতা: খিলক্ষেত-উত্তরা-গাজীপুর রুট এড়াতে ঢাকাবাসীদের অনুরোধ ডিএমপির
খুলনা মহানগরীর ট্রাফিক সিগন্যাল বাতি ব্যবস্থা অকার্যকর
দীর্ঘ ট্রাফিক জ্যামে সময় কাজে লাগানোর উপায়
২ বছর আগে