চত্বর
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার ১
আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)। এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলার আসামি রাফি।
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি- মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব এবং মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে সিফাত ওরফে ইমরান নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সদস্যও।
আরও পড়ুন: পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া সেই মাদক কারবারীসহ গ্রেপ্তার ২
সোমবার ঢাকার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর পুলিশ যখন সোহেল ও শামীমকে লক-আপে নিয়ে যাচ্ছিল তখন কয়েকজন কোথাও থেকে বেরিয়ে এসে পুলিশের ওপর পেপার স্প্রে করে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি ইউনিটের একটি দল মেহেদী হাসান অমি ওরফে রাফিকে আটক করে। তিনি আনসার আল-ইসলামের সামরিক শাখার সদস্য।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তার মেহেদী হাসান জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত ছিল।
তবে কোথা থেকে এবং কবে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহে গ্রেপ্তার এক জঙ্গির জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট
ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২
২ বছর আগে