প্রেমবাগ গ্রাম
যশোরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের একটি ধানক্ষেতে বৈদ্যুতিক পিলার থেকে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত কনক সরদার (২০) উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোশাররফ সরদারের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কনক মাদকাসক্ত এক যুবক। বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।
প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দীন বলেন, শুক্রবার সকালে গ্রামের লোকজন বৈদ্যুতিক পিলারের নিচে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন বলেন, কনক মাদকাসক্ত ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশের চামড়া পুড়ে গেছে।
ময়নাতদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
২ বছর আগে