আহত নাতনি
রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত নাতনি
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় বাসের ধাক্কায় শুক্রবার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নিহত এবং তার চার বছর বয়সী নাতনি আহত হয়েছে।
নিহতের নাম কুলসুম বেগম। তবে তার নাতনির নাম জানা যায়নি।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় বসুমতি পরিবহনের দ্রুতগামী বাসটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কুলসুম বেগমের মৃত্যু হয়।
এসআই বলেন, কুলসুমের নাতনি এখন ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ বাসের চালককে আটক করেছে এবং ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে বলেও জানান এসআই।
আরও পড়ুন: মোটরসাইকেলকে বাসের ধাক্কায় একই পরিবারে নিহত ৩
খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
২ বছর আগে