প্রাণ গেলো দুই যুবকের
কুকুর বাঁচাতে সড়কে প্রাণ গেলো দুই যুবকের
চাঁদপুরের মতলব উত্তরে কুকুর বাঁচাতে সড়কে প্রাণ গেলো দুই যুবকের। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২) এবং একই গ্রামের মহসিন মিয়ার ছেলে সালাউদ্দিন (২১)।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মোটরসাইকেলটি উপজেলার সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল মতলব। ঢাকা আঞ্চলিক মহাসড়কে মতলব উত্তরের ভাটি রসুলপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ একটি কুকুর সামনে এসে পড়ে। কুকুরকে বাঁচানোর চেষ্টা করার সময় অপরদিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। দ্রুত মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল নানি-নাতির
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, তারা দুজনে হাসপাতালে আনার সময় পথেই মারা যান। সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, তারা দুজন একই গ্রামের। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।
ওসি মো. মহিউদ্দীন আরও জানান, এ ব্যাপারে কোন অভিযোগ কেউ করেনি বলে মামলাও হয়নি। দুজনের লাশ নিজ নিজ অভিভাবকরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছে।
আরও পড়ুন: সিলেটে ২৪ ঘণ্টায় সড়কে ৪ জনের প্রাণহানি
ফের রাজধানীতে দুই বাসের রেষারেষি, এবার প্রাণ গেলো নারীর
২ বছর আগে