ব্যাটারিচালিত অটোরিকশা
পঞ্চগড়ে লাশ দেখে ফেরার পথে লাশ হলেন আরও তিনজন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এক স্বজনের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে বাড়ি ফিরছিলেন তারা, পথেই ঘটে দুর্ঘটনা।
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের পাকুড়িতলা মোড়ের কাছে এ ঘটনা ঘটে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—শ্যামলী রানী (৩০), তার বড় বোনের কন্যা দেবশ্রী রানী (৭) ও বর্ষা রানী (৩৫)। তারা সবাই দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের জোত ভুবনপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা পরিবারের কয়েকজন সদস্য মিলে দিনাজপুরের ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এক আত্মীয়ের মৃত্যুতে গিয়েছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়া শেষে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে দেবীগঞ্জ ফিরছিলেন তারা। পথে পাকুড়িতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বহনকারী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
এতে গুরুতর আহত হন অটোরিকশায় থাকা শ্যামলী রানী, দেবশ্রী রানী, বর্ষা রানী, অজয় কুমার রায় ও পার্বতী রানী।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে শ্যামলী ও দেবশ্রীসহ তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে নেওয়ার পথেই মারা যান শ্যামলী এবং দেবশ্রী হাসপাতালে পৌঁছেই মৃত্যুবরণ করে। এরপর আহত বর্ষা রানী, অজয় কুমার ও পার্বতী রানীকেও রংপুরে স্থানান্তর করা হলে বর্ষা রানী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে মাছ বহনের ড্রাম ছিল এবং চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।
নিহত শ্যামলী ভাই গৌতম চন্দ্র জানান, ‘আমার শাশুড়ির মৃত্যুতে আমরা কয়েকজন মিলে দেখা করতে গিয়েছিলাম। ফেরার পথে এই দুর্ঘটনায় আমার বোন, ভাগ্নি ও বউদি মারা গেছেন।’
ঘটনার বিষয়ে ওসি সোয়েল রানা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তাছাড়া, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৮৯ দিন আগে
লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হোসেন (৫) পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে আত্মীয়ের বাড়ি থেকে মহিষখোচা যাওয়ার জন্য চাপারহাট-লালমনিরহাট আঞ্চলিক সড়কে অটোরিকশায় উঠতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যশোরে ট্রেনে কাটা পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু
৭৫৫ দিন আগে
কুকুর বাঁচাতে সড়কে প্রাণ গেলো দুই যুবকের
চাঁদপুরের মতলব উত্তরে কুকুর বাঁচাতে সড়কে প্রাণ গেলো দুই যুবকের। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ টরকী গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২) এবং একই গ্রামের মহসিন মিয়ার ছেলে সালাউদ্দিন (২১)।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মোটরসাইকেলটি উপজেলার সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল মতলব। ঢাকা আঞ্চলিক মহাসড়কে মতলব উত্তরের ভাটি রসুলপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ একটি কুকুর সামনে এসে পড়ে। কুকুরকে বাঁচানোর চেষ্টা করার সময় অপরদিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। দ্রুত মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল নানি-নাতির
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, তারা দুজনে হাসপাতালে আনার সময় পথেই মারা যান। সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, তারা দুজন একই গ্রামের। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।
ওসি মো. মহিউদ্দীন আরও জানান, এ ব্যাপারে কোন অভিযোগ কেউ করেনি বলে মামলাও হয়নি। দুজনের লাশ নিজ নিজ অভিভাবকরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছে।
আরও পড়ুন: সিলেটে ২৪ ঘণ্টায় সড়কে ৪ জনের প্রাণহানি
ফের রাজধানীতে দুই বাসের রেষারেষি, এবার প্রাণ গেলো নারীর
১১০৫ দিন আগে