আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং
আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
মহাতারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপে বড় কিছুর স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। সেই স্বপ্নের শুরুতেই সৌদি আরবের কাছে হোঁচট খেয়ে ব্যাকফুটে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় আর্জেন্টিনা মেক্সিকোর সঙ্গে লড়বে কাতার বিশ্বকাপে টিকে থাকতে।
রবিবার রাতে মেক্সিকোর বিরুদ্ধে হারলে এবার কাতার থেকে কার্যত বিদায় নিশ্চিত। শুক্রবার মেক্সিকো ম্যাচের আগে তাই আলাদা করে অনুশীলন সারলেন লিও মেসি। পোল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচের পরই আলাদা করে টিম মিটিংও ডাকেন লিও। জানা গেছে, সৌদি আরবের ম্যাচে প্রথম একাদশ একই থাকবে না। বদলানো হবে টিম। মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে একবার নিজের দেশকে বিশ্বকাপ দেয়ার স্বপ্ন। কাতারে সেই সুযোগের জন্য শেষটুকু দিতে চাইছেন লিও।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ সরাসরি?
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
আরো পড়ুন ফিফা বিশ্বকাপ-২০২২: উরুগুয়ে-দ. কোরিয়া শূন্য গোলে মাঠ ছাড়ল
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচটির লাইভ স্ট্রিমিং
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সাথে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
আরো পড়ুন কাতার বিশ্বকাপ ২০২২: পর্তুগালের কাছে ৩-২ গোলে ঘানার পরাজয়
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচ।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা ও মেক্সিকো সম্ভাব্য একাদশ–
আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কাস অ্যাকুনা/নিকলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগেজ, এঞ্জো ফার্নিন্দেজ/ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।
মেক্সিকো সম্ভাব্য একাদশ
মেক্সিকো: (৪-৩-৩): ওচোয়া (গোলরক্ষক), সানচেজ, আরাহো, মন্টেস, গ্যালার্দো, গুয়ার্দাদো, ই. আলভারেজ, গুতেরেজ, ভেগা, হিমেনেজ, লোজানো।
মুখোমুখি পরিসংখ্যান
যদি আপনি আর্জেন্টিনা বনাম মেক্সিকো পরিসংখ্যান দেখতে চান, আর্জেন্টিনার সাথে মেক্সিকো মোট ৩৫ টি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল। আর সেগুলোর মধ্যে আর্জেন্টিনা ১৬ টি ম্যাচে জয় লাভ করে। এবং পাঁচ (৫) টি ফুটবল ম্যাচে মেক্সিকোর সাথে হেরে যায়। সেই সাথে আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ফুটবল খেলায় মোট ১৪ টি ম্যাচ ড্র হয়েছিল।
আরো পড়ুন ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
২ বছর আগে