সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ স্ট্রীমিং
সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
FIFA World Cup Qatar 2022: Saudi Arabia vs Poland Live: দেখতে দেখতে আজ কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিন। গত রাত ১টায় ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র ম্যাচের মধ্য দিয়ে ৬ষ্ঠ দিনের সূচনা। আজকের (২৬/১১/২০২২) তৃতীয় ম্যাচে এশিয়ান ফুটবলে মুসলিম শক্তি সৌদি আরব মাঠে নামবে পোল্যান্ডের বিপরীতে। এর আগে দুইটি দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে। একদিকে সৌদি আরব বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের বিশ্বকাপে হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে অপর দিকে পোল্যান্ড তাদের নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে গোল শূণ্য ড্র করেছে।
অপরদিকে আজ জিতলেই সৌদি আরব নক আউট পর্বে চলে যাবে ইতিহাস সৃষ্টি করে।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ?
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি তিউনেশিয়া বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
টিভিতে পোল্যান্ড বনাম সৌদি আরব লাইভ খেলা
বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
পাকিস্তান: ARY Digital Network
নেপাল: Media Hub Private Limited
ভারতীয় উপমহাদেশ: Sony Network
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সাথে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ সৌদি আরব বনাম পোল্যান্ড দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইচবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ।
বিশ্বকাপের জন্য সৌদি আরব বনাম পোল্যান্ড সম্ভাব্য একাদশ
সৌদি আরব সম্ভাব্য একাদশ
সৌদি আরব : আল ওয়াইস (গোলরক্ষক), আল শাহারানি, মাদু, আল আমারি, আল ঘানাম, আল নাজাই, আল মালিকি, আল দাওসারি, আল ফারাজ, আল মৌলাদ, আল শেহরি।
পোল্যান্ড সম্ভাব্য একাদশ
পোল্যান্ড: (৩-৪৩): সেজনি (গোলরক্ষক), বেডনারেক, কিভিওর, গিলিক, জুরকোস্কি, ক্রাইচোয়াক, বিয়েলিক, জালেউস্কি, জিলিনস্কি, লেভানদোভস্কি, সিমানস্কি।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
২ বছর আগে