যুবজাগরণ
শেরপুরে সম্প্রীতি, সহিষ্ণুতা, যুবজাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্প্রীতি, সহিষ্ণুতা, যুবজাগরণে শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নাগরিক প্ল্যাটফরম জন উদ্যোগ যুব ফোরাম।
শুক্রবার(২৫নভেম্বর)রাতে শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুর জেলায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নাচ, গান, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে দেশপ্রেম, যুব শক্তির বিকাশ এবং পারষ্পারিক সহমর্মিতার বার্তা দেয়। সেইসঙ্গে মাদক মুক্ত সমাজ গঠন, বাল্য বিয়ে এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য দেয়া হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুসালেহ মো. নুরুল ইসলাম হিরো এ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন । জন উদ্যোগ যুব ফোরামের আহ্বায়ক শুভংকর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পৌরমেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্তপুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুবকর সিদ্দিক, জন উদ্যোগ আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বক্তব্য দেন। অন্যদের মাঝে জেলা জাসদসভা পতি মনিরুল ইসলাম লিটন, কবি-লেখক জ্যোতি পোদ্দার, কবি সাংবাদিক রফিক মজিদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, উদীচী জেলা কমিটিরসহ-সভাপতি মো. এসএম আবু হান্নান, মাদরাসা শিক্ষক মাওলানা মো. মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: আজ রাধারমণ সংগীত উৎসব
২ বছর আগে