শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)
কেরানীগঞ্জে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১২
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেকে শনিবার পাঁচ কোটি টাকা মূল্যের প্রায় ৭ দশমিক ৪৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে বলে দাবি করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বাবুবাজার ব্রিজের কাছে একটি বাসে অভিযানের সময় সিআইআইডি স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে তিন ভারতীয়সহ ১২ জনকে আটক করেছে।
তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানান শফিকুল। তিনি বলেন, রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে সোয়া ২ কোটি টাকার স্বর্ণের বার জব্দ
বাংলাদেশে প্রতিদিন ২০০ কোটি টাকার স্বর্ণ চোরাচালানের মাধ্যমে আসে: বাজুস
২ বছর আগে