সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন
স্পেন বনাম জার্মানি লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
FIFA World Cup Qatar 2022 Spain vs Germany Live:
সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইটি দোহার আর বাইত স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায়।
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই বিশ্ব চ্যাম্পিয়নের একমাত্র লড়াই। গ্রুপ পর্বে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। ই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দু’দলই। স্পেনের লক্ষ্য নকআউট পর্ব নিশ্চিত করা। আর জার্মানির লক্ষ্য বিশ্বকাপে টিকে থাকা। প্রথম ম্যাচে স্পেন ৭-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। অন্যদিকে জাপানের কাছে ২-১ গোলে হেরেছে জার্মানরা।
স্পেনের এবারের দল অনেক তরুণ। কিন্তু লুইস এনরিকের তত্ত্বাবধানে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। কোচ ছেলেদের ওপরে একেবারেই চাপ আসতে দিচ্ছেন না। পেড্রি, গাভি, ফেরান তোরেস দুরন্ত খেলছেন স্পেনের হয়ে। অন্যদিকে জার্মানি কতটা লড়াই করে সেটা অনেকটা নির্ভর করছে জামাল মুসিয়ালা এবং কিমিচের খেলার ওপর।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন স্পেন বনাম জার্মানি ম্যাচ সরাসরি।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে স্পেন বনাম জার্মানি ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে স্পেন বনাম জার্মানি লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: স্পেন বনাম জার্মানি ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ স্পেন বনাম জার্মানি বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ স্পেন বনাম জার্মানি ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ স্পেন বনাম জার্মানি ম্যাচ।
আরও পড়ুন: সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
বিশ্বকাপের জন্য স্পেন বনাম জার্মানি সম্ভাব্য একাদশ–
স্পেন:
(৪-৩-৩): সিমন (গোলরক্ষক), কারভাহাল, পাউ তোরেস, লাপোর্তে, আলবা, পেদ্রি, বুসকেতস, গাভি, ফেরান তোরেস, মোরাতা, সারাবিয়া।
জার্মানি সম্ভাব্য একাদশ
জার্মানি:
(৪-২-৩-১) নয়্যার; রাম, রুডিগার, সুলে, কেহরার; গুন্দোগান, কিমিখ; মুসিয়ালা, মুলার, গ্যানাব্রি; হাভার্টজ।
মুখোমুখি পরিসংখ্যান
পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেনের জয় ৮টি। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।
আরও পড়ুন: ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
২ বছর আগে