বাচ্চা হাতি
চট্টগ্রামে ডোবায় পড়ে বাচ্চা হাতির মৃত্যু
চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের ডোবায় আটকা পড়ে একটি বন্য বাচ্চা হাতির মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) বিকালে ইউনিয়নের ৮নং লম্বাশিয়া পাহাড়ি এলাকায় থেকে বনবিভাগের কর্মীরা বাচ্চা হাতির মৃতদেহটি উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, প্রায় প্রতিদিনই এখানে হাতির দল আসে। বর্তমানে ১০-১২টি বন্যহাতির দল পার্শ্ববর্তী বনাঞ্চলে অবস্থান করছে।
শনিবার রাতে বাচ্চা হাতিটি ডোবায় পড়ে যায়। পরে আর উঠতে পারেনি। মৃত হাতির আনুমানিক বয়স দেড় থেকে দুই বছর।
বিষয়টি বনবিভাগকে জানানো হলে বিকালে তারা বাচ্চা হাতির মৃতদেহটি উদ্ধার করেছে।
চুনতি রেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, মৃত হাতির আনুমানিক বয়স দেড় বছর। মৃত হাতিটি উদ্ধার করা হয়েছে।
তবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: নেত্রকোণায় কাদায় আটকে বন্য হাতির মৃত্যু
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু
কক্সবাজারে পাহাড় থেকে পড়ে বন্য হাতির মৃত্যু
২ বছর আগে