নিহত আব্দুল আজিজ
খুলনায় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
খুলনায় ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে খানজাহান আলী থানাধীন শিরোমণি হাফেজিয়া মাদরাসা সংলগ্ন লাইনের ওপর খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল আজিজ (২০) সরকারি আযম খান কমার্স কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম আতিয়ার।
এলাকাবাসী জানান, সকাল থেকে আব্দুল আজিজ ঘোরাঘুরি করছিলেন, এক পর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু
এলাকাবাসীরা আরও জানান, সকাল থেকে ফোন নিয়ে খুব বিব্রত অবস্থায় ঘোরাঘুরি করছিল এবং যখন ট্রেন আসে তখন সে রেল লাইনের সাইটে দাঁড়িয়ে কথা বলছিল। লোকজন তাকে ডাকলেও সে কথা শুনিনি একপর্যায়ে ট্রেনে ধাক্কা লেগে পড়ে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে খান জাহান আলী থানা পুলিশ ও রেল পুলিশ উপস্থিত হয়ে নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।
আরও পড়ুন: ঢাবির জগন্নাথ হল ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ঘুমের ঘোরে ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু
১ বছর আগে